অচেনা যাত্রী - শ্রী রাজীব দত্ত
যেতে হবে বহুদূর
সময় যে বড় কম।
আমি হয়তো থাকবো না
রয়ে যাবে তুমি
আমি যে কিছু সময়ের অতিথি তোমার দ্বারে,
তুমি বিরহ পথের যাত্রী।
সামনের রাস্তার মোড়ে
আমার পথ যাবে বেঁকে।
তোমায় যেতে হবে সোজা সুমধুর গন্তব্যে।
জানিনা আর দেখা হবে কিনা।
যদিও হয়?
হয়তো সেদিন দেখা হবে
কিন্তু কথা বলা বারণ,
অন্যের হাতে থাকবে হাত
সেটাই হয়তো কারণ।
আজি এই যাত্রা পথে তোমার সাথে দেখা
স্মৃতি টুকু থাকবে পড়ে,
সাদা ওড়না আর তোমার
গায়ের গন্ধে মাখা।
শ্রী রাজীব দত্ত। কলকাতা
-
ছড়া ও কবিতা
-
20-08-2020
-
-