অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অজ্ঞাত - তন্ময় পালধী

টুপ করে পাতা ঝরে গেলে -
তা কি ব্যথার অথবা নতুন তাগিদ
ভালবাসা না অবহেলা কে জানে?

এমনই এক মোম জোছনায়,
চরাচর ভেসে গেলে,
পিয়ারাবানুর সুর মূর্ছনায় স্বর্গীয় সৌন্দর্য
তাতে স্নাত সুজা জানত কি, শেষ যুদ্ধে
ভালবাসা না মৃত্যু অপেক্ষায় কে?

ট্রয়রাজ প্রিয়াম প্রজাপালনের,
কর্তব্যে উপনীত হয়ে,
খড়কুটোর মত আঁকড়ে ধরলেন যেটা,
জানতেন কি তা ব্যুমেরাং 'ট্রোজান হর্স' হবে।

কালের নিয়মে এমনই অকথিত কথা
আর মান অভিমান ভালবাসার দিনলিপি পেরিয়ে
পৃথিবীতে অজানা গল্পের সন্ধানে ফিরি -
সুনীল আকাশতলে তারার আলোকছটায়
রাত্রির রহস্যময়তা খুঁজি।

বাতাস আপনবেগে প্রবহমান হলে,
কারও শিহরণ লাগে
কেউ বা উদাস হয়
কারও প্রাণে রোমাঞ্চ জাগে
কেউ বা ভীত হয়ে শান্তির আশ্রয় খোঁজে।

প্রতিমুহূর্তে কত কি যে ঘটে যায়
আমাদের চেতনার স্তরে তা অজ্ঞাত রয়ে যায়।

তন্ময় পালধী। হুগলী