শরতে চাওয়া - রহিমা আক্তার রীমা
আমি একটা সুখ চাই
কাশফুলের মত নরম-নরম আলতো ছোঁয়া সুখ
শরতের আকাশের মত এই মেঘ এই রোদ তেমনি
অভিমান পরক্ষণে মুছে যাবে বেদনাহত যত দুখ।
আমি একটা ভালোবাসা চাই
শরতের শিউলী ফুলের মতই ভালোবাসা
যেখানে দীর্ঘায়িত অপেক্ষা নেই প্রতি ভোরে মুগ্ধ হবো
শিউলী মালা গেঁথে মুছে যাবে যত গ্লানি আর হতাশা।
আমি একটা সঙ্গী চাই
যে শরতের কাশবনে হাতে রেখে হাত
গলা ছেড়ে গাইবে গান কিংবা করবে আবৃত্তি
ভুলে যাবে কখন হবে সূর্যাস্ত বা গভীর রাত।
আমি একটা মন চাই
যে মনে থাকবে প্রকৃতির নির্মল আনন্দের উচ্ছলতা
লোভ, স্বার্থ কিংবা পাপের থাকবে না কোন লেশমাত্র
যে মনে জায়গা হবে প্রেম,মায়া ও নিষ্পাপ সজীবতা।
আমি একটা স্থায়ী ঠিকানা চাই
যেখানে বসত করবো শরতসহ ছয় ঋতুর সৌন্দর্যে
জীবনটা হোক অতি সাধারণ নামে মাত্র চাহিদায়
বেঁচে থাকতে চাই না অঢেল সম্পদ আর অর্থ প্রাচুর্যে।
রহিমা আক্তার রীমা। ঢাকা
-
ছড়া ও কবিতা
-
22-08-2020
-
-