অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
সৌজন্যতা - তামান্না খন্দকার

শেষহীন অদ্ভূত আধারেঁ ডুব দিয়ে
পথ চলতে অচেনা কন্ঠে
হঠাৎ প্রশ্ন কেমন আছেন?
চকিত চমক চোখে মৃদ্যু হেসে
বলি ভাল আছি।
নির্দয় সূর্যের তাপ দাহে তৃষ্ণার্থ কন্ঠে
বলি ভাল আছি।
ক্লান্তির ক্লিষ্টতা সয়ে
বলি ভাল আছি।
জীবনের গড়মিল হিসেবে অন্যমনস্কে
বলি ভাল আছি।
পুড়ে যাওয়া স্বাধীনতার ছাই
হাতের তালুতে তুলে নিয়ে
বলি ভাল আছি।
নির্মমতার আঘাতে রক্তাক্ত হয়ে
বলি ভাল আছি।
রোদন শেষে অশ্রু মাখা লাল চোখে
বলি ভাল আছি।
হৃদয়ের শূন্যতা গোপন করে
বলি ভাল আছি।
আর্তনাদের চিৎকার চেপে
বলি ভাল আছি।
সন্দেহের বিষ জাল জড়িয়ে
বলি ভাল আছি।
পরাজয়ের নীল অঙ্গে মেখে
বলি ভাল আছি।
নিষিদ্ধ প্রেমের আকন্ঠ উদ্বেগ নিয়ে
বলি ভাল আছি।
ধর্ষিতা  শিশুর বির্দীণ চিৎকারেও
দ্বিধাহীন নির্লজ্জতায়
বলি ভাল আছি।
দূষিত বাতাসে নাক চেপে
বলি ভাল আছি।
অনিচ্ছার সাগরে ইচ্ছে নদীটা বিসর্জন দিয়ে
বলি ভাল আছি।
কূল ভাঙ্গা ঢেউয়ের অতল স্পর্শ করে
বলি ভাল আছি।
হতাশার চুরাবালিতে গা ডুবিয়ে
বলি ভাল আছি।
বিষণ্ণতার আকাশ ছুয়েঁ
বলি ভাল আছি।
বেদনার পাহাড় চূড়ায় দাড়িঁয়ে
বলি ভাল আছি।
আপোষহীন বেঈমানী মেনে নিয়ে
বলি ভাল আছি।
নির্বাসনের দ্বীপে একাকী থেকে
বলি ভাল আছি।
সম্মুখে শব যাত্রা দেখেও
বলি ভাল আছি।
জীবন যুদ্ধে মৃত্যু নিশ্চিত জেনেও
বলি ভাল আছি।

অ্যাডভোকেট তামান্না খন্দকার। ঢাকা