অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
উচ্ছিষ্ট মনের প্রকাশ - ফরিদ তালুকদার

ত্ত্বার স্বগতোক্তি গুলোও এখন আর ইথারে ভাসে না
বোধের বিবর্ণতাকে দখল করে নেয়  উচ্ছিষ্ট মনের প্রকাশ
আঁধারের পৃষ্ঠে খুব বেশী প্রতিফলিত কুৎসিত প্রতিবিম্ব 
রক্ত-পুঁজের গলিত ধারায় এই দেহ মন, 
ভাগ হতে থাকে হাজার টুকরায়…! 
কতোটুকু কি আসে যায় এই আমি থাকি আর না থাকি?

মানব শ্রেষ্ঠত্বের আভিধানিক স্বীকৃতি,
মানানসই কেবল বাইন্ডারের সুদৃশ্য পাতায়
কদাকার উপাচারে মোহ মুগ্ধতা আর…
আত্মার নিয়ত পতনে কুড়াই সুখের মুলধন
সভ্যতার দেয়ালে দেয়ালে বিভাজনের লক্ষ  নকশা, 
ঘোষণা করে উন্নতির যাবতীয় সোঁপান

হোমোস্যাপিয়েন্স --- এক সনদপত্রের  হয় শত  ব্যবচ্ছেদ
আধিপত্যবাদের কর্মশালায় তৈরী হয় বিভেদের রকমারী উপকরণ 
পিরামিড গবেষণায় অর্জিত ফসলে মেলে নব দাসত্ববাদের রূপ রেখা
মহান এই সভ্যতার গর্ভের শানিত পুনর্জন্মে  বিকশিত হয়, 
গুহা মানবের বাহু শক্তির অলিখিত সব খতিয়ান

আমাদের জ্ঞান গুলো এখন রাসায়নিক মারনাস্ত্র আর…
পারমানবিক ওয়ার হেডে লেখে মানবতার গান!

পারুল বিবির কপাল জিম্মি থাকে সুইস ব্যাংকের লকারে
রাসায়নিক মারনাস্ত্রের বিষক্রিয়ায় মৃত শিশুর দেহের পরে
লিখিত হয় শান্তি প্রহসনের সনদ পত্র, বারবার পুনর্বার, 
জাতিসংঘ বাজায় ডংকা …

কোভিড-১৯ আবারও প্রমাণ করে ডারউইন তত্ত্বের সারসংক্ষেপ 
ঈশ্বর হাসেন,  মিটিমিটি বসে ঊর্ধ্বাকাশের ঠিকানাহীন বাস্তুভিটায়
নেমে আসেন কখনো, সত্যকে ঢেকে দিতে যখন
আমাদের চোখে বেঁধে দিতে হয় সুদৃশ্য কালো রুমাল  

লেবাননের বিস্ফোরণ, কোভিড-১৯ কে শাসিয়ে বলে…
এই যে দেখো… 
তুমি থামাতে পারোনি আমাদের রক্তের হোলিখেলা 
তুমি নয়, আমরাই মানুষ (?) এখনো  এ পৃথিবীর বড় আতংকের নাম
আমরা বদলাইনি কখনো, বদলাবোনা কোনদিন…
মহামারী তুমি যতোই আসো, নবায়িত রূপে
আমরা ঠিকই রয়ে যাবো আদিম বর্বর
প্রমাণ করে যাবো তা, এভাবেই ক্ষণে ক্ষণে প্রতিদিন…

পোড়া লাশের গন্ধ, আমাদের নাকে এখন আর  জ্বালা ধরায় না
রুদ্ধ দুয়ারের পিছনে, নিয়ত বিবেকের সৎকারে ওঠে,
নীরব আর্তনাদের কোরাস
তবুও… 
আমাদের সত্ত্বার স্বগতোক্তি  গুলো, কখনোই আর ভাসে না ইথারে…! 

ফরিদ তালুকদার। টরোন্টো, কানাডা