অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
প্রদ্যোৎ সেনের কবিতা

লুকাবে কোথায়
জিঘাংসার কালো ধোাঁয়ায় ছেয়েছে আকাশ
আঁধারে পড়েছে ঢাকা আলোর ভুবন।
পুড়িতেছে মানবতা, প্রেম-ভালোবাসা  
ভবিষ্যৎ স্বপ্নের কুঁড়ি, কচি কিশলয় 
সবুজের বন।  
কপট নেতৃত্বে ওড়ে মিথ্যার ফানুস  
মুখে মুখে কোনোদিন হয়নি যা এক।  
বিশ্বজুড়ে চলিতেছে শুদ্ধি অভিযান 
মূঢ়তার রথে চেপে। 
দানবের পেশীশক্তি দম্ভভরে করে আস্ফালন 
রাজন্য প্রসাদপুষ্ট –
বন্যার প্লাবনে প্রমত্ত ঝড়ের মতো।
অন্ধকারে ঘুরিতেছে হায়েনার দল চুপিচুপি।  
অন্বিষ্ট নারীর দেহ প্রাণচিহ্নহীন   
দরিদ্রের ঘর্মসিক্ত ব্যাঙের আধুলি! 
পূর্ণিমার শুভ্র হাসি রাহু কবলিত   
সেখানে ভুলেও আর উঠিবে না চাঁদ!  
সিমিরা হারিয়ে গেছে, সালেহা নিখোঁজ 
মণিমালা দেশান্তরী আশ্রয়ের খোঁজে। 
ভক্তির দাপটে ত্রস্ত বিশ্ব মানবতা 
পথ-ঘাট, জনপদ রণক্ষেত্র সব!
একদা শান্তির নীড় পরিত্যক্ত শ্মশান প্রান্তর।  
কোথাও নিস্তার নাই, লুকাবে কোথায়?
উদ্বিগ্ন মানুষগুলি হন্যে হয়ে খোঁজে  
নিঃশঙ্ক, বিশ্বস্ত ঠাঁই!

সন্ধিৎসা 
বিষমে কাটিছে কাল 
সমে আর হয় নাকো ফেরা।
উজ্জ্বল আকাশখানা অকস্মাৎ মেঘে ঢেকে যায়, 
গভীর আাঁধার নামে চারদিক থেকে। 
আাঁধারের তীরে বসে কাঙাল নয়ন 
অবিরাম করে নিত্য আলোর সন্ধান!  
আলো আর আাঁধারের গলিপথ বেয়ে 
সন্ধিৎসা হারিয়ে যায় বিষমের ভিড়ে!  

প্রদ্যোৎ সেন। বাংলাদেশ