অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
পার্থ সারথী চৌধুরী-র দু’টি কবিতা

প্রতিবিম্ব
জকাল কেন এমন ভাবি এলোকটিকে
যে লোকটি রোজসকালে দেখতে আসে
সে লোকটিকে?
হাসিটি তার রহস্যময়
চক্ষুদু'টি বাঙময়
তাইতো সজাগ দৃষ্টি রাখি।
আয়নার উপর তাহার ছবি
তাইতো আমি এমন ভাবি
ছায়া কায়ায় সত্য ঢাকি
আড়াল রাখি স্বরূপটাকে
আজকাল কেন এমন ভাবি এলোকটিকে
যে লোকটি রোজসকালে দেখতে আসে
সে লোকটিকে।

এবং সে
মি ঋণী নদীর কাছে পাখির কাছে
আমি ঋণী জলের কাছে ফুলের কাছে
আমি ঋণী তোমার কাছে মৌ এর কাছে।
ডাকলো পাখি হাকলো নদী,
সেদিন তুমি আসলে যখন বসলে যখন
হুল ফুটানো গন্ধে মাতম
তুমি আমি, তুমি আমি এবং সে।

পার্থ সারথী চৌধুরী। সিলেট