চোখ রাঙিয়োনা - মুতাকাব্বির মাসুদ
(উৎসর্গ- ৪৪তম 'মৃত্যুদিন'এ প্রিয় কবি কাজী নজরুল)
চোখ রাঙিয়োনা
তোমার দেখানো পথে হাঁটছি
তোমার শেখানো কথাই বলছি
শূন্য থেকে নেমে মাটির ভাঁজে ভাঁজে
মরণ যন্ত্রণায় নির্গত স্বেদে
নীল নীল কষ্ট বুনে যাচ্ছি
জেনেছি আমি যেখানে থাকো তুমি অতি উচ্চতায়
তুমি ততো উচ্চ নও
শিখরে বসলেই শিখরস্পর্শী হওয়া যায়না
চোখ রাঙিয়োনা
শেকড় না ছোঁয়ে শিখরে পৌঁছে গেছো তুমি
তোমাকে নামতেই হবে সোঁদা মাটির
অমলিন শরীরে
সত্য সবসময় সত্য কিন্তু সে সত্য তোমার উপলব্ধিতে আসেনা
তুমি খেলো উঁচুতে বসে রক্ত দিয়ে হোলি
বুলেটের সীসায় লিখো মানুষের রক্তপাণ্ডুলিপি
মাটির মানুষের অহোরাত্রি দুর্বিষহ রোনাজারি কানে ওঠেনা
আজ আমি লিখবো তোমার ভণ্ডামির ক্রোড়পত্র
চোখ রাঙিয়োনা
তোমার লালচোখ শোষণের ময়লা,
মানবতার অন্ধ গলি অন্ধকারে নৈঃশব্দ অন্তহীন
মৃত্যুর নিস্তব্ধ জঠরে, নষ্ট-পচা দুর্গন্ধে ভাসছে,
ভাবার কোন কারণ নেই, মেনে নিয়েছি সব !
মোটেও না, চোখ রাঙিয়োনা
তোমার উদ্ধত সর্বগ্রাসী সাহঙ্কার, বিদ্রোহী জনতা
বজ্রহাতে ফিরিয়ে দেবে, ঐক্যের সারলৌহ
নৈতিক গর্জনে, ভেসে যাবে তুমি, মুছে যাবে
কালের গর্ভে
চোখ রাঙিয়োনা
এ বিশ্ব তোমার একার নয়,
এ বিশ্ব শান্তিকামী জনতার
ঐ অতি উচ্চ ভবনে বসে মদ আর বিলাসী জীবন,
চুমুকে চুমুকে পৃথিবী নিলাম,
রক্ত দিয়ে মানবতার সনদ, এসব অচল আজ
মনে রেখো শক্তি দিয়ে ভক্তি মেলে
টেকেনা বেশিদিন
মানবতার মহাকাব্য লিখবেই জনতা
তোমাকে ছাড়বেনা
উঁচু দালানের প্রভু তুমি
তুমি জানলেনা আজও
'ওয়াইনের' গেলাসে মদ আর মানবতা
একসাথে যায়না!
মুতাকাব্বির মাসুদ

মুতাকাব্বির মাসুদ। শ্রীমঙ্গল
-
ছড়া ও কবিতা
-
27-08-2020
-
-