প্রিয় কবিছোট বেলার দুখু মিয়াআমার প্রিয় কবিহৃদয় মাঝে যতন করেগেঁথে রেখেছি ছবি।প্রিয় কবি প্রিয় ছবিবাংলাজুড়ে নামকাব্য লিখে দিয়ে গেছেনবাংলা ভাষার দাম।চুরুলিয়ার দুখু মিয়াজাতীয় এক ছবিসাহিত্য জুড়ে দুখু মিয়াআমার প্রিয় কবি।দুখু মিয়াচুরুলিয়ার দুখু তুমিদুই বাংলার কবিবাংলা সাহিত্যে ভাসছে শুধুতোমার মুখের ছবি। কালের কাল মহাকালঅমর রবে তুমিবাংলা তোমায় রাখবে মনেপ্রিয় জন্মভূমি। তোমার জন্ম তোমার কর্মজনম জনম ধরেসকল বাঙালি হৃদয় মাঝেরাখবে অমর করে। প্রিয় নজরুলপ্রাণের কবি দ্রোহের কবি প্রেমের কবি যিনিছোটবেলার দুখু মিয়াতারা ক্ষ্যাপা তিনি। গানের কবি মনের কবিগল্প কবি যিনিছোটবেলার নুরু মিয়ানজরআলি তিনি। ফুলের কবি পাখির কবিবিদ্রোহী সুর যিনি কাব্য কথা নাট্যকলা সবার প্রিয় তিনি।আলাউদ্দিন হোসেন আলাউদ্দিন হোসেন। পাবনা
Ashram Bengali Magazine, Ottawa