অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
কাজী নজরুল ইসলাম স্মরণে গুচ্ছ ছড়া - আলাউদ্দিন হোসেন

প্রিয় কবি
ছোট বেলার দুখু মিয়া
আমার প্রিয় কবি
হৃদয় মাঝে যতন করে
গেঁথে রেখেছি ছবি।

প্রিয় কবি প্রিয় ছবি
বাংলাজুড়ে নাম
কাব্য লিখে দিয়ে গেছেন
বাংলা ভাষার দাম।

চুরুলিয়ার দুখু মিয়া
জাতীয় এক ছবি
সাহিত্য জুড়ে দুখু মিয়া
আমার প্রিয় কবি।

দুখু মিয়া
চুরুলিয়ার দুখু তুমি
দুই বাংলার কবি
বাংলা সাহিত্যে ভাসছে শুধু
তোমার মুখের ছবি। 

কালের কাল মহাকাল
অমর রবে তুমি
বাংলা তোমায় রাখবে মনে
প্রিয় জন্মভূমি। 

তোমার জন্ম তোমার কর্ম
জনম জনম ধরে
সকল বাঙালি হৃদয় মাঝে
রাখবে অমর করে।

প্রিয় নজরুল
প্রাণের কবি দ্রোহের কবি 
প্রেমের কবি যিনি
ছোটবেলার দুখু মিয়া
তারা ক্ষ্যাপা তিনি। 

গানের কবি মনের কবি
গল্প কবি যিনি
ছোটবেলার নুরু মিয়া
নজরআলি তিনি। 

ফুলের কবি পাখির কবি
বিদ্রোহী সুর যিনি 
কাব্য কথা নাট্যকলা 
সবার প্রিয় তিনি।

আলাউদ্দিন হোসেন 

আলাউদ্দিন হোসেন। পাবনা