অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
দ্রোহ প্রেম বিরহের কবি - এস ডি সুব্রত

বিদ্রোহী চেতনায় জাগিয়ে দিয়েছ
শিখিয়েছ শিকল ভাঙ্গার গান
উত্থান পতনের জ্বলন্ত উদাহরণ
বিদ্রোহের কবি চেতনায় চির অম্লান,
বিশ্বাস করনি সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা
লড়াই করেছ শোষিতের জন্যে 
দূরে ঠেলেছ  কুসংস্কার কুপমন্ঢুকতা 
লড়াই করেছ অন‍্যায়ের বিরুদ্ধে,
বাংলা কবিতায় এনেছিলে
এক নবতর সৃষ্টির ধারা
মানবতার কবি সাম‍্যের কবি
বাংলা গানে দিয়েছ সুরের মূর্ছনা,
সুন্দরের পূজারী প্রেমের কবি
একেবারেই সমসাময়িক, বিরহের কবি
গল্পের আবরনে গানের গুরু
গল্পচ্ছলে গানের শিক্ষাদাতা জাতীয় কবি,
বিদ্রোহের অগ্নিঝড়া দিনে
দাঁড়িয়েছিলে শোষিতের পাশে
আপন দুঃখ ধুলোয় মাড়িয়ে
অভিষিক্ত বাঙালির হৃদয় মন্দিরে,
শৈশবের সেই দুঃখু মিয়া
গিয়েছিলে দেশ কাল পাত্র ভেদ ভুলে
তোমারি মনের তৃষিত আকাশে
কাঁদে আজও বাঙালি শ্রদ্ধায় অশ্রুজলে,
তোমারি গভীর রত্ন সিন্ধু তলে
ডুবিতে পারিনি আজও মোরা
তোমারি আদর্শের পথিক হয়ে
পারিনি অবগাহিতে তোমার সত‍্যসিন্ধুজলে,
তব বিদায় দিনে বিদ্রোহী কবি
মম হৃদয়ের গভীর শ্রদ্ধাঞ্জলি
চিরশান্তিতে ঘুমাও তুমি
দ্রোহ প্রেম বিরহের কবি।

এস ডি সুব্রত 

এস ডি সুব্রত। সুনামগঞ্জ