স্বপ্ন বিহারী - এম.এ.ওয়াজেদ
তোমার আঘাতের কাঁটাগুলো দারুণ আত্নপ্রসাদ এনে দেয় মনে
হে মোর জগতনন্দিনী চিরসখী সেদিন বিদায়ের ক্ষণে
ভেবেছিলাম সকল দায়মুক্ত আজ আমি৷ তোমাকে হারিয়ে-
সৌভাগ্য প্রসূন প্রস্ফুটিত হয়েছে; যদিও ব্যথাগুলো সরিয়ে
রাখতে পারিনা৷ আর পারিনা ব্যর্থ অতীতের ঐ মেঘগুলি
সরাতে; যা অবিরাম বর্ষণ করে অগ্নি-বৃষ্টি নাশিয়া ধুলি৷
তার এক একটা ফোঁটা যেন হিরণ্ময়তুল্য কোহিনুর
বিশ্ব সাহিত্যের মহাকাব্যে৷ তার এক একটা মরমী সুর
যেন কোন এক সুর স্রষ্টার খেয়ালী তানের মহা উপঢৌকন
যে সুর এনে দেয় মানব মনে সৃষ্টি সুখের স্পন্দন
যারা মুমূর্ষু প্রায়৷ তাইতো চারটি বসন্তের নিদাঘ শেষে
যেদিন তোমায় হারালাম; হৃদিক যন্ত্রণার নির্নিমেখ স্পর্শে
জেগে উঠলো আমার অবচেতন অনুভূতি৷ হলো চির স্বাধীন
আমার চলা, ফিরে এলাম জগতের মাঝে যা ছিল এতদিন
মায়াবী ইন্দ্রজালে বন্দী৷ আমি পেলাম আমার মাঝে
আমার চির সুন্দরের প্রকৃত স্বরূপ জীবনের প্রাত্যহিক কাজে৷
নির্জনে নিঃসঙ্গ একাকী বসে ভাবি শুধু তোমাকে হারালাম
আর ধরনী পেল এক সৃষ্টিশীল সত্তাকে যে তাদের শুনাবে গান-
অবসাদে বিষাদে কর্ম প্রেরণায় প্রেরণার উৎস আমি সবারি
তোমাকে কাছে পেলে কখনো হতামনা সৃষ্টির স্বপ্ন বিহারী৷
এম.এ.ওয়াজেদ
আমানা গ্রীন সিটি
নওগাঁ সদর, নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
27-08-2020
-
-