বঙ্গবন্ধু তুমি - শাহ বাহাউদ্দিন শিশির
আজও দেশ তোমার দিকে তাকিয়ে,
আজও তুমি কবিতার শিরোনাম।
বন্ধু আমার দিয়েছিলে মুক্তির স্বাদ,
পেরেছি কি রাখতে তার মান।
পিতা আমার কোলে তুলে নিয়েছিলে,
সব সন্তানেরে সাধারণ ক্ষমায়।
ইতিহাসের পাতায় তোমার রক্তে লেখা কথা,
আজও কাঁদায় আমায়।
সবারে তুমি করেছিলে বন্ধু বেসেছিলে ভাল - দেশের মাটিরে,
পেরেছি কি দিতে তার প্রতিদান - অকৃত্রিম ভালবাসায়।
বাঙালিরে তুমি দিয়েছিলে বল - নিজের অধিকার,
পেরেছি কি রাখতে তোমায় ‘বঙ্গবন্ধু’ -
আমাদের ধ্যানে, লক্ষ্যে, আশায় আর ভালবাসায়।।
১৫ আগস্ট, ২০১৭
অটোয়া, কানাডা
লেখকের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন
ছড়া ও কবিতাঃ তার ধ্রুবতারা - শাহ বাহাউদ্দিন শিশির
-
ছড়া ও কবিতা
-
15-08-2017
-
-