অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
পাভেল আমান’র দু’টি কবিতা

ভয়ের ভীড় 
ভীড় হয়েছে ভয়ের কারণ 
শোনেনা তবু মনটা বারণ। 
সুজলা সুফলা এই ধরাতে 
মানুষ ভুগে অজানা জরাতে। 

জীবন ধারায় জুড়েছে আজ 
কালের নানান চিন্তার ভাঁজ। 
সরল পথের কাহিনী গাঁথা 
সহসা মনের গোপন ব্যথা। 

এই ধরণীর সমাজ পটে 
রকমারি যত ঘটনা ঘটে। 
ভাল মন্দের ছত্র ছায়ায় 
জীবন যেন ঘোর মায়ায়। 

ভালো লাগার ছবির পাতা 
বাধন ছিঁড়ে অলীক খাতা।
সব কিছুতেই বিষাদ সুর 
শঙ্কা ঝড়ে জীবন ভরপুর।

চারিয়ে থাকা স্বপ্ন ভুবন 
খাচ্ছি খাবি সাধের জীবন। 
মানুষ ভীড়ের দৃশ্য মাঝে 
ভয়ের ছবি সকাল সাঁঝে। 

জীবন নিরবধি 
নিঃসঙ্গের কারাগারে বন্দি জীবন
নিদারুণ দগ্ধতায় নিরন্তর 
খুঁজতে আছি উপশমের কেরামতি।
অনুভূতির নিগূঢ় সূক্ষ্মাবকাশে 
ভরে গেছে যন্ত্রণার বিষাদ গাঁথা,
প্রবাহমানতার বিপ্রতীপে ভাসমান 
জীবনের সহজাত সুস্থতা। 
অসহায় নিধিরাম সর্দারে অবতীর্ণ 
স্বকীয় সত্তার পরিচয় ,
দিনবদলের সঙ্গে সঙ্গে 
শান্তি স্বরূপ নিঃসঙ্গতায় ফেলে দিয়ে-
একে একে স্বজন বিদায় 
যন্ত্রণার লহরীতে ক্রমশ আন্দোলিত  
মননের সুখের স্বরলিপি।
তবুও তীব্র ধাক্কায় খুঁজেছি 
অন্য ভাবনার প্রতিবিধান 
যেখানে তাৎক্ষণিক ক্ষত নিরাময়ে-
আবারো পুনরুজ্জীবিত জীবনের কামব্যাক 
নিঃসঙ্গের কারাগারেই অবলীলায় 
সহনশীলতার স্বাভাবিকতায় সৃষ্টি হবে,
আর একটা নতুন প্রাণোচ্ছ্বাস 
ফিনিক্সের আগমনে ভাষা পাবে 
বন্দিত্বের শৃংখল মোচনে চিরন্তন স্বাধীনতা 
যার পরতে নবজীবনের স্বতঃস্ফূর্ততা।

পাভেল আমান
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ