অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অপেক্ষা- টিটোন হোসেন

বার বসবে মেলা হাটখোলায়,
চক্রাকারে ঘুরবে চাকা বটতলার ঐ রথ মেলায়,
আবার আসবে বুড়ো থুরথুরিয়ে লাঠির উপর ভর দিয়ে, 
গল্পকথক বসবে আবার থলিঘ ভরা গল্প নিয়ে।

আবার মানুষগুলো মাতবে খেলায় মহাজগৎ রঙ মাখিয়ে, 
কোলে বসে খেলবে শিশু পিতা মাতার মন রাঙিয়ে, 
হাট বাজারে বাড়বে ভিড় নিয়ম কানুন হাত উঁচিয়ে, 
ঘুরবে আবার মনের চাকা রাস্তা ঘাটে গড়গড়িয়ে। 

আবার নদীর ধারে ঘুরবে কতক জুটিবেঁধে স্বপ্ন নিয়ে, 
হিংসে করবে কিছু লোকে স্বপ্ন ভেঙে মনের ভেতর, 
রথের মেলায় রঙিন ফিতায় ভরবে আবার বিশ্ব ভুবন,
মনের মিলে মিলবে সবাই ভয়গুলো সব কেটে গেলে।

আবার আসবে গাড়ি বধূবাড়ী ধুমধামে সব যাত্রী নিয়ে, 
নাচে গানে মাতবে দিদি উঠোন জুড়ে বিয়ে বাড়ী,
প্রজাপতি উড়বে স্বাধীন পাখা মেলে বাগান ফুলে,
পাখিগুলো মেলবে ডানা প্রজাতির রঙ মেখে।

আবার আসবে ছুটে স্বপ্নগুলো সত্যি করে ভেঙেচূরে,
নতুন কিছু আসবে সত্যি মিথ্যাগুলো মরে গেলে,
ঈদের চাঁদে আসবে খুশি আকাশ জুড়ে চাঁদ হাতে,
মনের ভেলায় ভাসবে প্রেমিক পানিভরা দিঘি মাঝে। 

আবার বিশ্বমাতা বিভীষিকা নিবে যখন গর্ভাশয়ে,
উঠবে সূর্য নতুন করে বিশ্বময়ে আলো নিয়ে, 
অনিয়ম সব মুক্তি দিয়ে নিয়মগুলো গেঁথে নিয়ে, 
শুরু হবে ভুবন মাঝে শেষগুলো সব শুরু হলে।

আবার বসবে মেলা হাটখোলায়,
চলবে গাড়ি রথতলায়,
আড্ডা হবে বটতলায়,
বিদায় হবে বিভীষিকা, মৃত্যু গুলো থেমে গেলে।

টিটোন হোসেন 
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা