অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
শরত এলো - দুলাল রায়

রত এলো নীল আকাশে 
সাদা মেঘের ভেলায়, 
একলা জেগে একফালি চাঁদ, 
হাজার তারার মেলায়।

শরত এলো কাশবনেতে
নদীর কিনার জুড়ে, 
রাখাল বাজায় পাতার বাঁশি, 
মিষ্টি মধুর সুরে। 

শরত এলো উঠোন জুড়ে 
জুঁই-মালতী ফুলে, 
হিমঝুড়ি আর গগনশিরীষ, 
ফুটল হেলে দুলে। 

শরত এলো শাপলা শালুক 
উঠল ফুটে হেসে, 
কামিনী আর শেফালিকাও 
ফুটল অবশেষে। 

শরত এলো শিউলি তলায়
খোকা খুকুর হাসি, 
গাঁথবে মালা গুনগুনিয়ে 
মানছে না বাঁধ খুশি। 

শরত এলো শিশির ভেঁজা 
আলতা রাঙা পায়ে, 
চুপটিকরে নরম শীতের 
পাতলা চাঁদর গায়ে। 

শরত এলো পাকা তালের 
মিস্টি স্বাদের রসে, 
পিঠে খাওয়ার পড়ল যে ধুম, 
ভরা ভাদর মাসে। 
শরত এলো বসল পাড়ায় 
পালা গানের আসর,
গুণাই-বিবি, মিলন-মালা, 
লক্ষীন্দরের বাসর। 

শরত এলো ঢ্যাং কুড়াকুড় 
আগমনীর সুরে, 
ঋতুর রানী শরত এলো 
মেঘের ভেলায় চড়ে।

দুলাল রায়। নীলফামারী