অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
শান্তনু দত্ত’র দু’টি কবিতা

দুটি পাতা
ড়ের আলোর মতো জীবন চেয়ে
আমি ছুটে চলি
হতে চাই আকাশের তারা।
তোমার বিরাট পথে,  
আমি চলি শামুকের মতো কোন মতে
নিজেকে জড়ের মতো 
লাগে গতিহারা। 

কবে থেকে আমিও চলেছি পথে
পথও আমায় নিয়ে চলে সাথে সাথে।
গাছের পাতার মতো
টুপ টাপ ঝরে আমার স্বপ্ন যতো,
মায়াবী রাতের আলোয় আমাকে খোঁজে
প্রতি রাতে। 
কয়েকটা জোনাকির আলো উড়ে
এসেছিল ভাবনাতে।

অনেক কথার নীচে 
জমে আছে ব্যথার পাহাড়।
সে পাহাড় ভেঙ্গে, যেতে যেতে আমি
একদিন ঠিক পেয়ে যাব 
তোমার দুয়ার। 
তোমায় মনের টানে আমি খুঁজি একমনে
দুটি পাখী বলে গেল তাকে পেলে 
দিও উপহার।

তোমার সুরের ধারা
বুকে বয়ে নিয়ে গেল যারা
সুর্যকে ভালোবেসে ছায়া দিল তারা। 
রাতের আকাশ মেঘে ঢেকে গেলে
জোনাকির মতো আমি খুঁজে খুঁজে
হই সারা। 
সারা রাত ধরে ঝড় বয়ে গেল বুকে
বলে গেল কত না বলা কথা।
সকালে জানালাটা খুলে দেখি পড়ে আছে
দুটো ঝরা পাতা। 

নীড় ভাঙ্গা
দি বলো, ফিরে যাব, সে সমাহিত অতীতে
 যে পথে ঘোরে ফেরে স্তব্ধ, অতল, অন্ধকার।
আমি শিশিরের বুকে আলো হয়ে করি বাস, 
চেয়ে দেখো, আমিই সেই সাকার নিরাকার। 
তোমার চোখে উঁকি মারে এক অজানা আকাশ 
ঋষিদের মন নিয়ে, তুমি চেতনায় করো পার। 
যদি সে আকাশ পার করে কোন চাঁদ পাও রাতে,
নীড়ভাঙ্গা পাখি হয়ে, উড়ে যেও,স্বপ্ন হয়ে তার। 

কয়েকটা স্বর্ণালী নীল সন্ধ্যা, জীবনের বন্ধন। 
কয়েকটা সন্ধ্যা, মনের প্রদীপ হয়ে যায় জ্বলে।
কয়েকটা, শোঁয়াপোকা হয়ে ঘুমায় ইশারায়, 
কয়েকটা প্রজাপতি হয়ে উড়ে যায় ফুলে ফুলে। 
যদি বলো, আমার হাসিতে ছিল অভিনয়
হতে পারে, তোমার হাসিতে যদি মন ওঠে দুলে। 
সেই দোল টুকু থাক, ভরে দিয়ে যাক যৌবন 
কয়েকটা রূপসী সন্ধ্যা নিয়ে, আমি যাব চলে।

শান্তনু দত্ত। বাগনান