অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
প্রাপ্তি যত - ফারজানা ফেরদৌস

ন্দ হলে নাহি প্রশ্ন ওঠে
ভালো হলে অশ্রু যে ঝরে।
সবার দুর্ব্যবহার দেখে মনে হবে
কত শত ভুল ছিল তোমার আচরণে 
কিম্বা, তুমি মস্ত বড় অপরাধী ছিলে।
তোমার অপরাধ---
দুর্ব্যবহার নয়; সদ্ব্যবহার!

হাজার চেষ্টা করেও কূল পাবে না
কোথায় তুমি ভুল, কোথায় তোমার স্বেচ্ছাচারিতা, কোথায় অহংবোধ!
তুমি নম্র, ভদ্র, গোছানো লক্ষ্মীমন্ত্র 
তোমার অপরাধ---
অলক্ষ্মীতা নয়; লক্ষ্মীমন্ত্র!

অন্যের কাছে অসভ্যতার প্রাপ্তি মিলে
তোমার কাছে ক্ষমার ফুয়ারা ছোটে।
শক্তের কাছে মার খাবে
তোমার কাছে বীরত্ব দেখাবে।
তোমার অপরাধ---
শাস্তি নয়; ক্ষমীয়!

তোমার মুখের আদলে মিষ্টতা ভাসে
দেখে সবাই বুঝে নেয় তুমি অবলা নিরীহ 
একহাত দেখানো যাবে অতি সহজেই।
তোমার অপরাধ---
ভুল নয়, মন্দও নয়; ভালত্ব!

ফারজানা ফেরদৌস। ঢাকা