ডায়রির পাতায় - রাজু কদমা
অমলেন্দুবাবু, ডায়রির পাতায়
লিখেছিলেন অবসরের দিনে
শিক্ষক জীবনের কত সব কথা।
শিক্ষকতার একত্রিশ বছর পর
নিতে হয়েছে অবসর।
চুটিয়ে পড়িয়েছেন
রবীন্দ্রনাথের, কবিতা
নজরুল ইসলামের, "বিদ্রোহী" কবিতার
ক্লাস এখনো সবার মনে গাঁথা।
আরো কত দিকপাল লেখক, লেখিকার গল্প।
তাঁর ছাত্রছাত্রী
আজ কেউ ডাক্তার,
কেউ ইঞ্জিনিয়ার,
কেউ মাস্টার, সবাই কেমন
নিজেদের পেশায় জ্বলজ্বল।
আবার
অনেকেই প্রতিষ্ঠিত নয়!
বেকার যন্ত্রণা বুকে নিয়ে,
একশো দিনের কাজ, মুদির দোকানে হিসাব সারে,
কেউ গৃহ শিক্ষকতা করে,
তাদের জন্য বড্ড মন খারাপ হয়!
আজ সেপ্টেম্বরের পাঁচ,
জানলার পাশে পনেরো বছর ধরে;
দাঁড়িয়ে থাকা চেয়ারে বসে,
অশক্ত হাতে সেলো কলমে,
অমলেন্দুবাবু, ডায়রির পাতায় লিখছেন
প্রতিষ্ঠিত না হওয়া ছেলেমেয়েদের বুকের যন্ত্রণা!
রাজু কদমা
মণ্ডলকুলি, বাঁকুড়া
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
-
ছড়া ও কবিতা
-
01-09-2020
-
-