সন্ধের সেঁজুতি – মোহাম্মদ ইলইয়াছ
ধলপ্রহরের প্রভাতি আলোয় জেগেছে প্রকৃতি ঘুমন্ত পৃথিবী
পাখিকুল, নদীর আবহামান স্রোত এবং মাঠ- প্রান্তরে আলোক দ্যুতি
অথচ তুমি এখনো জাগো নাই, নিশিজাগা ছোট্ট তিতলির মতো
দ্যাখো, তোমাকে অহরহ ডাকছে ভোরের হাওয়া আর পাখ-পাখালি।
ঘুঘুডাকা দুপুরে ফিরছে গাঁয়ের ধানি কৃষক, আথালের শান্ত পশু
জলটলমল পুকুরের মৎসকন্য ঘাটে এসে আঁচল উড়িয়েছে বায়ে
কদম-কেয়ার ছায়ায় তোমার কোন স্থিতি নেই, সেই সক্কাল থেকে
টিকটিকি ঠিকই বলছে-পাতার আড়ালে তুমি আসবে তিলদণ্ডপরে।
সন্ধের সেঁজুতি জ্বালিয়েছি স্বপ্নের দ্বার খুলে, সন্ধে-দুপুরের আলোয়
তোমার প্রত্যাগমনে সেজেছে সাঁঝের বালিকারা, জোনাকি পোকারা
অথচ তোমার পদচ্ছাপ পড়েনি আমার মন্দিরে-বাগানের পুণ্যমাটিতে
আমি কী তাপিত জল প্রবাহে ভেসে যাবো? অসীম সাগরের পরপারে।
এই অপেক্ষার শেষ কোথায়? জানিনা কোথায় তোমার মাধবী নিবাস
প্রাণময়ী গোলাপবালা, কবে ফুটবে তুমি বেলা-অবেলার বাগানে।
মোহাম্মদ ইলইয়াছ
শাহজাদপুর, কোম্পানীগঞ্জ,
নোয়াখালী, বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
05-09-2020
-
-