বন্ধু শোনো - সবিতা বিশ্বাস
ছোট্ট গাছ দিয়েই মিস বললো রিনি শোনো
বাড়িতে গিয়ে লাগিয়ে দেবে ভুল হয়না কোনো
গাছ লাগাবো জায়গা কই চিলতে ঘরে থাকি
পথের ধারে লাগিয়ে দিবি বললো মিনা চাকি
তারপরে তো অনেক কথা অনেক পড়াশোনা
চাকরি করি দূর শহরে সময় হাতে গোনা
তারই মাঝে ফিরতে হল মিনা চাকির বিয়ে
পথের ধারে হাসছি খুব সেসব কথা নিয়ে
হটাত্ শুনি মিষ্টি গলা বলো কেমন আছো
চমকে দেখি কেউ নেই কথা বলছে গাছ ও
ফুলে ছাওয়া ঝাঁকড়া গাছ মাথায় ধরে ছাতা
এইতো সেই ছোট্টো চারা চিনতে পারি পাতা
টুপটুপিয়ে ঝরলো ফুল কুড়িয়ে নিই হাতে
ময়না টিয়া গান শোনালো সবাই একসাথে
লেজটি তুলে কাঠবেড়ালি ডাকলো সভা গাছে
দুএক কথা বলবো আজ শোনার সময় আছে?
পড়ার বই লেখার খাতা সব গাছের দান
বাতাস ভরা অক্সিজেনে বাঁচে মানুষ প্রাণ
পাখপাখালি বাসা বানায় গাছের ডালে ডালে
গাছের দান এ সভ্যতা ভুলছে লোক হালে
কাটছে গাছ ইচ্ছেমত তুলছে বহুতল
পুকুর নদী শুকিয়ে কাঠ কোথায় পাবে জল?
একটু ভাবো মনটা দিয়ে এমন স্বজন পাবে
বন্ধু তুমি শোনো ছোটো একটা গাছ লাগাবে?
সবিতা বিশ্বাস। নদীয়া, ভারত
-
ছড়া ও কবিতা
-
06-09-2020
-
-