অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
লিটন রাকিব’র কবিতা

স্বপ্নভোর 
সাজানো অক্ষরের ডালপালা,
লতাপাতা থেকে খসে পড়ছে
পলেস্তারা!

কুয়াশা - রোদে ভেসে বেড়াচ্ছে আগুনপাখি
জমাট অন্ধকারে আত্মা - পুরুষ নগ্নতা মাখছে
একাকী শ্মশানে...

এক একটি অক্ষর; এক একটি ছবি।

রুপকথারা কাজল পরিয়ে দিচ্ছে আকাশের গায়ে; শেষ বিকেলের রোদের মতো।

মৃত্যুঃ ভালোবাসা ছাড়া কিছু না!! 

আলো আসার সময়
নে হচ্ছে সবাই আমার থেকে মুখ ফেরাচ্ছে
পৃথিবী বিষাদ, করুন, ক্লান্ত!
চেতনায় আর কোন রঙ নেই!
বাসন্তী বিকেলের উজানে সব নিঃশেষ!

মনে হচ্ছে আলো আসার সময় হয়েছে... 

লিটন রাকিব 
দক্ষিণ চব্বিশ পরগনা, 
পশ্চিমবঙ্গ, ভারত