গাঁথা-কোভিড ১৯ -সুলতান আহমেদ
কখন বেঁধেছে বাসা রক্তের ধারায়
সে ইতিহাস বিস্মৃত, অশ্রু প্লাবন নয়,
অশান্ত ঝড়ও নয়, শুধু দেখো কি আবেগে
হারায় সব বোধ, নিঃসীম গহ্বরে।
সকাল ঝরে অসামান্য গৌরবে,
মাতাল মগ্ন বাতাসে দোলে ভাবুক উন্মন
বৃক্ষ, আর নির্জনে সহিষ্ণু পথচারীর
পরিব্রাজন প্রহরের পর প্রহর, অভিশপ্ত
সময় কেড়েছে তার প্রিয়ংবদার শাড়ীর
আঁচল, তার একাগ্র ভালবাসার রংগন,
কে তাকে বলবে সময় আর ফিরবে কি না,
কখন? কতদিন, কতদিন আর বইবে
অশুভ অসুখের বার্তা, কাঁদবে ঘরবন্দি
শিশু শঙ্খনিল কারাগারে, শংকিত মাতৃক্রোড়ে?
ধূসর আকাশে অনিশ্চিত অনিকেত
সংকেত, নীল ঢেউ ফিকে হয়ে হারায়
সুদূরে, হারায় গোধূলির সপ্তর্ষি নৃত্য
ঘনায়মান অন্ধকারে, অশনি সংকেতে
কাঁপে দূরের নিলিমা আর কাঁদে
যা কিছু ব্যাপ্ত উর্ধে আর নিম্নে।
সুলতান আহমেদ
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
08-09-2020
-
-