কথা নিয়ে কচকচি - গোবিন্দ মোদক
সহজ করে সহজ কথা বলা
নয়কো মোটেই সহজ তেমন রকম,
তাইতো শুধু কথার পিঠে কথা
কথার ভীড়ে শুধুই বকম্ বকম্!
কথা তো কতো-ই সবাই বলে
আসলেই তার নেইকো কোনো মানে,
আসল কথা বলতে গেলেই দেখো
হাতড়াতে হয়, সবাই যে তা জানে!
তবুও তো বলতেই হয় কথা
কথায় ভরা এই পৃথিবীর মাঝে,
কথার কথা নয়কো মোটেই এটা
তবু কথা বলো কাজে বা অকাজে!
কথায়-কথায় আমরাও তো বলি
কথাশিল্পী ক'জনেই বা হয়!
ছাড়ছি নাকো তবু কথা বলা
পিছিয়ে পড়ি এই বুঝি বা ভয়!!
বোবা তবু আছে বরং ভালো
কথা বলার নেইকো কোনো ঝুঁকি,
ছোট্ট শিশুর আধো আধো স্বরে
পাকা পাকা কথার আঁকি-বুকি!
এতো কথা বলতাম না মোটেই,
আসলে আমরা শুধুই বলি কথা,
ভাবি না কেউ শুনছে না তো সেটা,
ভাবি না কেউ পাচ্ছে মনে ব্যথা!
সবাই শুধু নিজের কথা-ই বলে,
শোনে নাকো 'কথা' অন্য কারও,
বোঝে নাকো শোনা উচিত সেটাও,
হয়তো কিছু বলার আছে তারও!
তবু কেন কথার এ কচকচি!
থাক না তবে এসব কথার কথা!
কি লাভ হবে ছাইপাঁশ সব লিখে!
ভরিয়ে দিয়ে দিস্তা দিস্তা খাতা!!
গোবিন্দ মোদক। নদিয়া
-
ছড়া ও কবিতা
-
09-09-2020
-
-