মহাপ্রস্থান - সিদ্দিকা ফেরদৌস তরু
আজকাল আমার কিছু ভালো লাগেনা
আমার বিশাল আকাশটা একেবারেই ফাঁকা।
যে অম্বরে সাদা সাদা মেঘ
জলধর আকাশটাকে রাখতো ব্যস্ত আনন্দে,
আজ-সেখানে শুধুই শুন্যতা।
মন আর এখন বসন্তে নাচেনা।
মনটায় এখন লম্বা চিহ্ন
সেখানে শুধুই অমানিশা কষ্ট।
যেন আমি ভেসে যাচ্ছি
স্বপ্নের তোরে অন্য এক রাজ্যে।
আজকাল আমি আর
আয়নায় মুখ দেখিনা,
হঠাৎ যদি পারদে মুখটা পড়ে যায়,
বুকটা কেঁপে উঠে
একি হয়েছে চেহারায়?
হারিয়েছে প্রদীপ্ত রওশন নুর।
মনে হয় বুকের উপর চেপে বসেছে
বিশাল শৃঙ্গধর।
ওষ্ঠাধর কেঁপে উঠে বারবার
মন করে আহবান
সবকিছু ফেলে কবে
আমার হবে মহাপ্রস্থান।
সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
09-09-2020
-
-