অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
কমল কুজুর’র দু’টি কবিতা

দিবা-নিশির কাব্য 
ত্মতৃপ্তির অমোঘ নেশায়
তোমার দৃঢ় সংকল্প;
নিশ্চয়তা খুঁজে ফেরে
কালো কালো হরফে ঠাসা
পুস্তকের ভাঁজে ভাঁজে‚ আর নিযুত 
আনন্দে বিভোর পরিবার 
- মন্ত্র জপে!

দিবসের শেষ প্রহর পর্যন্ত কর্মব্যস্ততা 
অতঃপর রঙ্গমঞ্চের যাবতীয় অভিনয়ের 
সমাপ্তি‚ নিশিক্ষণে তোমায় নি:সঙ্গ 
- করে দেয় ঠিকই!

রুপোলি চাঁদের আলো কিংবা আকাশভরা 
নক্ষত্রের শোভাও পারেনা ফিরিয়ে 
দিতে‚ হৃদয়ে আজন্ম লালিত -
সোনালি স্বপন!
অবশেষে প্রতিদিনের দৃঢ় সংকল্প
প্রতিক্ষণের ব্যর্থতায় পরিণত হয়
- তোমার!

শরতের মেঘরাগ
বৃষ্টির দৃষ্টি আকাশপানে
মেঘের আশায়
আর মেঘচেয়ে থাকে সাগরপানে
জলের নেশায়।

সাগর অপেক্ষায় রয় দূর সোপানে
নদীর পানে চেয়ে
নদীর জল বৃষ্টির আশাতে
সদাই কেঁদে মরে।

অমাবস্যা চাঁদের পানে চায়
পূর্ণিমা প্রত্যাশায়
জোয়ার-ভাটার দর্শন
চন্দ্র-সূর্যের দরজায়।

ঝর্ণার গান শুধুই ছুটে চলে
সমুদ্র মিলনে
তোমার-আমার  স্বপ্ন
দৃপ্ত মহারণে।

কমল কুজুর
কবি ও বাচিক শিল্পী 
দিনাজপুর, বাংলাদেশ