শুভ জিত দত্ত’র কবিতা
এসেছে শরৎ
আকাশ মেতেছে খুশির ভেলায়
এসেছে নাকি শরৎ,
মেঘের সারি দলে দলে
আবার আসে ফেরত।
শিউলি ফুলের গন্ধ মেখে
কোথায় ছুটে চলে,
কাশের মাঠে বাতাস বইছে
অচেনা কারো ছলে।
সবুজ ঘাসের ফাঁকে ফাঁকে
শিশির জমে থাকে,
অনন্য ফুলে ছেয়ে গেছে
গন্ধ আসে নাকে।
সারা মেলে পাখির দলে
আঁকি বুকি খেলে,
নিয়ে সাথে বিকেল মাঝে
হঠাৎ হারিয়ে গেলে।
বরণ পর্ব চলেই আসে
নতুন সাজ গোজে,
উৎসব জুড়ে লেগেই থাকে
তোমার রুপের খোঁজে।।
বর্ষার দিনে
শুভ্র সকালে বৃষ্টি মুখর
থৈথৈ জলে ভরে,
ভেসে যায় জলে ভিজে
নিয়ে মনের তোরে।
ক্লান্তি গুলো দূরে সরে
যখন বৃষ্টি আসে,
মন খারাপ ছুটি নিয়ে
জল হয়ে ভাসে।
ইচ্ছে করে সারা দিতে
ভিজে যেতে কালকে,
হারিয়ে যাওয়া সুযোগ নিতে
এমন সময় চায়কে।
কাঁদা জলে ভরে যাবে
থেমে রবে প্রান্তরে,
অথৈ ব্যাথা যাবে সরে
খানিক মনের অন্তরে।
বর্ষার প্রতি সময় গুলো
মনে রাখার মতো
বর্ষা চলে গেলেই পরে
দুঃখ বাড়ে ততো।।
প্রজাপতির অভিমান
প্রজাপতি ছেয়ে গেছে
সারা আকাশ জুড়ে,
নতুন গানে গলা জড়িয়ে
গায়ছে নানা সুরে।
হঠাৎ করে রাগের চোটে
পাখির সাথে আড়ি,
খালি নাকি বলে ছিলো
কিসের তৈরি বাড়ি।
পাখি আবার বড়াই করে
তাহার তৈরি নিয়ে,
অভিমানী প্রজাপতি
থাকে বাড়ি গিয়ে।
বনের পশুর দলের নেতা
হঠাৎ হুমকি দিলো,
পাখির বিচার করতে হবে
শপথ ওরা নিলো।
প্রজাপতির কষ্ট দেখে
সবাই এসে হাজির,
করতে বিচার পাখির দলের
এবার এসেছে নাজির।
রাগের পারদ গললো শেষে
শুনে খুশির কথা,
খুশির কথায় প্রজাপতি
উড়লো যথা তথা।।
সার্থ হাসিল
আকাশ কুসুম চিন্তা নিয়ে
অবাক হয়ে ভাবি,
বললো নাতো অভাব দেখে
কিছু একটা খাবি।
সেদিন ছিলাম ওদের পাশে
ছুটে গেছি সুখে,
আমার অভাব দেখে ওরা
বলবে কিছু মুখে।
সার্থ নিয়ে সবাই চলে
যখন হাসিল হবে,
আবার কবে লাগতে পারে
খুঁজবে তোমায় তবে।
কারো অধীনে থাকলে পরে
খালি সুযোগ নেবে,
বুঝে শুনে একটু জেনে
চলবে তুমি ভেবে
ভুবন মাঝে জানার আছে
বোঝার আছে কিছু,
ঠকলে তুমি জানবে বেশি
চলবে ওরা পিছু।
শুভ জিত দত্ত
মহেশপুর, ঝিনাইদহ
বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
10-09-2020
-
-