আবু আফজাল সালেহ’র কবিতা
সবকিছুই সুন্দর উজ্জ্বল
সবকিছুই সুন্দর, উজ্জ্বল
ছোট হোক, বড় হোক
ফুল বা পাখি, যা-ই হোক।
অট্টালিকার মানুষ
রাস্তার মানুষ
কালো-শাদা মানুষ, প্রণাম
হাঁটুগেড়ে প্রণাম তোমাদের।
মানুষের আগের বিশেষণগুলো বাদ দাও
মানুষের আগের শব্দাবলি বাদ দাও
এরপর কি থাকে?
- মানুষ?
আর যেতে পারবে না আদি ব্যবস্থায়!
একটি শব্দই টিকে থাকবে, যুগযুগ ধরে আছে
মানুষ, অব্যর্থ শব্দ
সবচেয়ে দামিও।
আত্মার নিয়ন্ত্রণেই সৌন্দর্য
আমরা সুন্দরের পুজারি
চিরকালই,
সুখ খুঁজি-ফিরি সৌন্দর্যে,
পরের গড়া স্মৃতিসৌধে
আমরা সুখ খুঁজি
সুন্দর দেখতে চাই।
আত্মার নিয়ন্ত্রণেই সৌন্দর্য,
সুন্দরের রকমফের।
খেলাশেষে পড়ে থাকে স্মৃতি
আমাদের খেলাতেই ব্যস্ততা
খেল দেখতেও আমাদের চোখে অভ্যস্ততা
খেলা কারও হাসি, কারও জীবন
খেলা কারও কষ্ট, কারও মরণ
খেলা দেখতেই তুষ্টি
খেল খেলতেই সৃষ্টি
খেলার খেল, খেলের খেলা
খেলাশেষে পড়ে থাকে শুধুই স্মৃতি
নীলনয়নায় পুনর্জন্ম
নীল নয়না ও পাপড়িমোড়া গোলাপ-অধর
আমার মৃত্যু
আমার শক্তি
ফিনিক্স পাখির মতো জেগে ওঠে।
আমার পুনর্জন্ম হয়
তার কবোষ্ণ ঠোঁটে।
শরতের স্বপ্নঘোর
জোড়া শাদা-হাঁস নদীচরের কাছাকাছি;
উপরে গাঙচিলের ওড়াউড়ি
কাশবনের শাদা-পেলব ঢেউ
চকচকে নীল আকাশ, শুভ্র মেঘ
মিষ্টি বাতাসে তার দুধেল পিঠে
কালো মেঘ খেলা করে।
শরতের এই ভোরে
হারিয়ে যাচ্ছি আনমনে, স্বপ্নঘোরে।
ভালোবাসা পাঠিয়ে দিলাম
ভালোবাসা পাঠিয়ে দিলাম
কাশবনের ঢেউয়ে, ঝিলামের ধারায়
স্বচ্ছ নীল আকাশের মেঘের ভেলায়।
তুই, পেয়েছিস কী?
না পেলে, আবার পাঠিয়ে দিচ্ছি।
আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট
চুয়াডাঙ্গা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
10-09-2020
-
-