অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
সুখস্মৃতি - রাহিমা আক্তার

সেদিনের সেই বিকেলটা-
দু’জনে মুখোমুখি বসেছিল
খানিকটা আলাপন সমাচার হলো-
চায়ের কাপে চুমুকের ফাঁকে কিছু স্মৃতিকথা
গল্প কথায় দুজনে সময় কাটানো-
মনের অব্যক্ত কত শত আলাপন।

মেয়েটি ভারি লাজুক, লজ্জায় মুখখানি লাল হয়ে গেল,
তারপরও চোখে চোখ রেখে মনের কথাগুলো 
আদান-প্রদান করলো- সুবাসে সুহাসে।
কথার ফুলঝুঁড়ি ডালায় ভরে গেল
মন ছুঁয়ে গেল অজানা আবেশে।

মিষ্টি বিকেলের বিদীর্ণ দর্পণে প্রকৃতি ও প্রেমের খেলা
আকাশে বিহঙ্গ নীড়ের খোঁজে উড়ে চলছে
প্রেমার মন যেন তারই শঙ্কায় প্রহর গুণছে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা আসে, দূর আকাশে
রাশি রাশি তারার মেলা বসে
প্রকৃতি ও প্রেমের পূর্ণ বাঁধনে ধরা দেয় মন।
জীবনানন্দের ‘সব পাখি ঘরে আসে’
অন্ধকারে মিলে যায় প্রেয়সীর মুখ। 

রাহিমা আক্তার
গাজীপুর, বাংলাদেশ