আধুনিকতার দুইদিক - অমিত কুমার জানা
একদা পরনে ছিল না পোশাক
বৃক্ষশাখা ছিল আত্মরক্ষার হাতিয়ার,
সময়ের সাথে গড়িয়েছে সভ্যতার চাকা
ক্রমান্বয়ে মানুষ শিখেছে প্রযুক্তির ব্যবহার।
একদা এ দেশের জনগণ ছিল ব্রিটিশ বিরোধী
আজ তারাও অনুকরণ করে পাশ্চাত্য সভ্যতা,
নিজ সংস্কৃতির ঐতিহ্য মুখথুবড়ে পড়েছে
সর্বক্ষেত্রে বিরাজমান চকচকে আধুনিকতা।
শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা কিংবা কৃষিকাজ
জীবনের সবক্ষেত্রে আজ আধুনিক প্রযুক্তি,
কত অসাধ্য অনায়াসে সাধিত হয়েছে
কমেছে সময় অপচয়, লব্ধ ক্রমবর্দ্ধমান গতি।
আধুনিক যুবসমাজ আধুনিকতার টানে
হয়েছে নেশায় আসক্ত, ভুলেছে শালীনতা,
দেশমাতৃকার সন্তান হেয় করছে মাতৃভাষায়
এ তো আধুনিকতার নামে অসভ্যতা।
সমাজ বড়ই ব্যস্ত অগ্ৰগতির চাহিদায়
দুটো হৃদয় রাখে না পরস্পরের খবর,
আধুনিকতাকে জোর করে আনতে গিয়ে
সম্পর্কের অন্তরালে আপন হয়েছে পর।
অমিত কুমার জানা
খড়্গপুর, ভারতবর্ষ
-
ছড়া ও কবিতা
-
11-09-2020
-
-