জলপায়রা স্বপ্নআঁকে - ডা. শওকত আলম
সিঁড়ির উপরে সিঁড়ি জলপায়রা আকাশ দেখেনা
রঙিন সুটকেসে বসে থাকে চিত্রাহরিণের মত
পাখায় জিলজিলে রঙ..
সোডিয়াম বাতি-সিনানে ঝিলিক মারে।
তারার মত তার জ্বলে ঝলমলে চোখ;
পূবের কালো মেঘ সাদা হয়,
ভাঁজ পড়ে ঈশানে হাওয়ার জোড়ন।
স্মৃতিময় মাকশা তার চতুপার্শ্বে জালবোনে নিশিদিন সমুদ্রস্বপ্নে নোঙ্গর মারে
দিকহারা নাবিকের মত উড়ায় পাল ;
প্রাণোবন্ত স্মৃতির জানালায় চিত্রকল্প আঁকে,
বারবার বাক নেয় পূবের দোলন।
জলপায়রার জীবনচক্রে ঋতু বদলায়,
পেখম ঝরে, বদলায় ঠোটের মাখম,
পুরাতন পালক খসে,
নতুন পালক আসে তুলতুলে গা,
জলপায়রা অঙ্গসজ্জায় অপরূপা।
বাহারি পালকে শতরূপা বৈচিত্র্য আনে,
তবুও জলপায়রা স্মৃতি রেখা স্বপ্নআঁকে;
মখমলি রঙিন নীলছোঁয়া আসমান দেখেনা।
ডা. শওকত আলম
গল্লামারী, খুলনা
-
ছড়া ও কবিতা
-
12-09-2020
-
-