অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অন্বেষণ - নাদিম সিদ্দিকী

মি সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে আসিনি
সমাজতান্ত্রিক নেতার ব্যক্তি চরিত্র হরন করতেও আসিনি আজ
আমি শুধু অপ্রকাশিত সত্যের কথা বলতে এসেছি।

রাজনীতির মেরুকরণে আজ কমিউনিজমের ভেতর
দুটি ধারা
একদিকে গণতান্ত্রিক কেন্দ্রিকতার রাজনৈতিক চর্চা
অন্যদিকে তথাকথিত সুবিধাবাদী আন্দোলন।
অবশ্য বিলুপবাদীরা ছেড়ে গেছে অনেক আগেই
কিন্তু রয়ে গেছে তাদের প্রেতাত্মা চাটুকার।
তাইতো সোভিয়েতের পতনের পর যখন থুবড়ে পড়েছে দেশীয় বিপ্লব
ক্ষমতার কাছে বিক্রি হয়েছে মার্কসবাদ-লেনিনবাদ।

আজ কমিউনিস্টদের ভেতর জেঁকে বসেছে সুবিধাবাদের পাপ
অন্তঃকলহের ভীতে গড়ে ওঠা একচেটিয়া আধিপত্য
গ্রাস করেছে আপাদমস্তক।
গণতন্ত্রের টুপি পরা নব্য ফ্যাসিস্ট সরকার কিংবা তার
মন্ত্রীসভা সমর্থন দেওয়াই এখন আন্দোলনের মুখ্য উদ্দেশ্য।

কমিউনিস্ট এখন আর সেই কমিউনিস্ট নেই
মহাকালের অতল গহ্বরে হারিয়েছে শ্রেণি চরিত্র।

হে কমিউনিস্ট, তুমি আগে কমিউনিস্ট হও
প্রশ্ন করতে শেখো তোমার তোমাকে
কি
কেন 
এবং
কিভাবে নির্ধারিত হবে বিপ্লবের রণনীতি রণকৌশল?
কোথায় মার্কসবাদ কোথায় লেনিনবাদ
কোথায় সর্বহারার সংগ্রাম শ্রেণিহীন সমাজ?

আজো পল্টনের ফাঁকা ময়দানে সরকার বিরোধী সমাবেশ হয়
প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কিংবা
বিক্ষোভ মিছিল থেকে তোতা পাখির মতো
বিপ্লবী আওয়াজ ওঠে
লাল পাতাকায় ছেয়ে যায় অন্তরীক্ষের বুক।
শত শত বিপ্লবী তরুণ স্লোগান দেয় রোদ্দুরে
"ভাত কাপড় জমি কাজ
লাল ঝাণ্ডার এক আওয়াজ।
কিংবা
ভাত দে কাজ দে
নইলে গদি ছাইড়া দে।
কেউ খাবে তো কেউ খাবে না
তা হবে না তা হবে না।"
শহরের বুকে ছিল নামানো হাজারো তরুণের মতো
আমিও কমিউনিজম ভালোবাসি
মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ আমাকেও
অনুপ্রাণিত করে আলোড়িত করে ভাবতে শেখায়
শ্রেণিহীন সমাজের স্বপ্ন আমিও দ্যাখি অহর্নিশি।

হে কমিউনিস্ট, তুমি স্লোগান দিচ্ছো মিছিল করছো
কিন্তু সে স্লোগান আজ কোন পক্ষে যাচ্ছে
তুমি কোন পক্ষ সমর্থন করছো?

পৃথিবীর দেশে দেশে অণু থেকে পরমাণু কিংবা
পরমাণু থেকেও ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাগে বিভক্ত হতে হতে
সমাজতন্ত্রের স্বপ্ন আজ ভগ্নচূর্ণ  মরিচীকাময়।
এখানে রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে রাজনীতি
পার্টির বিরুদ্ধে পার্টি
কমিউনিস্টের বিরুদ্ধে কমিউনিস্ট
সেখানে তুমি কোন পক্ষ সমর্থন করছো?

হীন স্বার্থ চরিতার্থের কাছে নত হওয়া সুশীল
আজ তোমাকে কোন পক্ষে নিয়ে যাচ্ছে?
একদিকে বিলোপবাদী কমিউনিস্ট প্রেতাত্মা
অন্যদিকে গণতান্ত্রিক কেন্দ্রিকতার শ্রেণিহীন সংগ্রাম
ঝাণ্ডার পদতলে তুমি কোন পক্ষ সমর্থন করবে?
কোন পক্ষে বিলীন হবে তোমার স্বপ্ন নতুন যৌবন?

আমি শ্রেণিসংগ্রামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে
আসিনি
বিপ্লবের নামে বিপ্লবী বুলি ছড়াতেও আসিনি আজ
আমি শুধু বিপ্লবের পথ খুঁজতে এসেছিলাম
মার্কসবাদ লেনিনবাদের দীক্ষা নিতে এসেছিলাম।

নাদিম সিদ্দিকী
নেত্রকোনা, বাংলাদেশ