অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অবশেষ - তন্ময় পালধী

যে হাত ধরেছ স্মিত হেসে, ভালবেসে
অনুরাগে ভরপুর পূরবীর তানে,
অদ্ভুত শিহরণ জাগে মনে প্রাণে,
সক্লান্ত জীবন ভেসে যায়, ভিন দেশে।

সে হাতে সনদপত্র, মনের খোরাক
হৃদয়ের খুনসুড়ি মন দরিয়ায়-
জীবনের পথ প্লাবিত আলোর তারায়,
জীর্ণতার অলিগলি যাক ভেসে যাক।

এ যেন জীবন জুড়ে নব সূর্যোদয়,
প্রশান্তির মঞ্জিমায় স্নাত মন প্রাণ,
আমার দিগন্ত জুড়ে খুশি কলতান,
প্রাণ বাঁচে বিশ্বাসে, জাগে প্রত্যয়।

নিজেকে বিলিয়ে দিয়ে করে নিঃশেষ,
সমস্ত চেতনা সেথা সঁপে দিলে পরে,
ভেসে যায় ভালবাসা অচিন দুয়ারে,
ভৈরবীর তানে বাজে পূরবীর অবশেষ।

তন্ময় পালধী
হুগলি, পশ্চিমবঙ্গ