কাল্পনিক - সহদেব বন্দ্যোপাধ্যায়
সেই কবে কোনোখানে
শেষ দেখা হয়েছিল
এমনই এক শীতের সন্ধ্যেবেলা-
সেই ছিল আমার ভালবাসা
আমার একটা খোলা আকাশ
আমার আকাশে চাঁদ-রবি-তারা!
সেই চোখের ভাষা ছিল-
‘পথিক তুমি কি পথ হারিয়েছো-
হারাওনি যে - এইতো আছি আমি’
তার যে মনটা ছিল-
ছিল আমার ছয় ঋতুর
রামধনুরঙা আকাশ সীমার
ভাললাগার শেষ ছায়াতল।
জীবন পথের খাতায়
প্রতি পাতার প্রতি অক্ষরে
সকাল থেকে দুপুর
দুপুর থেকে রাত
রাত থেকে ভোর
ছিল তোমার আনাগোনা-
এঁকেছি আমার ক্যানভাসে
মন-তুলিতে ইমন রঙে,
ভাললাগা আর ভালবাসার
জলচ্ছবি আর প্রতিচ্ছবি!
রাত্রিশেষে মিশেছে অধরা,
ভোর নেমে এসেছে
কাল্পনিক চরিত্রের হাতধরে-
বুঝতে দেরি হয়ে গেছে
ইমনের সুর বদল তোমার অন্তরে-
যেনে রেখো-
অন্ধ হয়ে থাকতে আমি রাজি
যদি-
সারা জীবন ভালবাসা আসে
আসতে আসতে-
থামিয়ে দেয় কাঁপা ঠোঁটে
আঙুল রেখে-
এখনই নয়
পরে আছে অনেক সময়!
সহদেব বন্দ্যোপাধ্যায়
কলকাতা, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
17-09-2020
-
-