অনুপমা - এম.এ.ওয়াজেদ
অনুপমা!
তোমার আঁখি পল্লবের নিষ্ঠুর নমনীয়তা সৌষ্ঠব্য সৌন্দর্য্য-
আর বিকশিত যৌবনের এক স্বপ্নরাণী জগতের সকল মাধুর্য
তোমার মাঝে প্রকাশ৷ বিশ্বের দরবারে কী দিব তোমার উপমা!
সৃষ্টির প্রারম্ভে যেদিন তুমি ধরায় এলে সেদিন আমি-
অবাক বিস্ময়ে দেখছিলাম তোমায়; কোন্ স্রষ্টা তোমারে-
এত সৌন্দর্য্যের ডালা দিয়ে পাঠাল? কেন বা কিসের তরে-
আসিলে তুমি? বিদ্যুতায়িত শিহরণে জেগে উঠল আমার অন্তর্যামী৷
অনুপমা!
অতলান্ত অসীমের নিদাঘ শেষে অপেক্ষার নিঃসীম আঁধার চিরে-
যেদিন তুমি ধরা দিলে আমার কাছে তখন আমার শিরে-
শোভা পেল সম্রাটের রাজমুকুট আর পুরুষত্বের সৌন্দর্য্য সুষমা৷
তোমার স্পর্শে জেগে উঠল আমার মানবাত্না৷ সৃষ্টির কারিগর-
আমি সাজালাম পৃথিবীকে; কত মমতা আর ভালবাসায়-
তোমার সৌন্দর্য্য সৌধ গড়লাম কত না অফুরন্ত আশায়-
অনুপমা! আমার অস্তিত্ব তুমি উৎস আমার অপূর্ণ কবি সত্তার৷
এম.এ.ওয়াজেদ
আমানা গ্রীন সিটি
নওগাঁ সদর, নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
17-09-2020
-
-