অনু কবিতা – ফেরদৌস আহমেদ
[১]
সময়ের কাছ থেকে
সময় চেয়ে নেয়ার
সময় আর হলো না।
হাতের সময়টুকু
হাত থেকে চলে গেল
হাতে আর রলো না।।
[২]
শত শত রঙ চারি দিকে তবু
আমি কেন হায় রঙ কানা।
চল্লিশ থেকে সত্তুর শুধু
এর আগে পিছে দেখা মানা।।
[৩]
বন ছিল গাছের আড়ালে
গাছের আড়ালে বন।
দেহ ছিল মনের আড়ালে
দেহের আড়ালে মন।।
[৪]
প্লেসিবো ভালবাসা – এ আবার কি?
গরম পোলাও তবে – নাই শুধু ঘি।।
[৫]
বাজে শেষ ঘণ্টা
কেঁপে ওঠে মনটা।
জানিনা কোন দেশে
চলেছি অবশেষে।।
[৬]
শেষ বার পিছে ফিরে চেয়ে দেখি আজ
করি নাই এ জীবনে ভাল কোন কাজ।।
সব কিছু ভুলে ভরা ভাল কিছু নাই
সব কিছু বৃথা গেল চোখে জল তাই।।
[৭]
বেদনা নীল হয়ে মিশে যায় আকাশে।
তুমি সেটা জান নাই
আমি সেটা ভুলে যাই
হঠাৎ মনে আসে ইঙ্গিতে আভাসে।।
[৮]
আগুনে–
নিজে পোড়ে না আমাকে পোড়ায়।
প্রেমে–
নিজে পড়ে না আমাকে পড়ায়।।
[৯]
সব পাতা ঝরে যায়
তাবু থাকে গাছ।
সব জল জমে যায়
তবু থাকে মাছ।।
[১০]
দেখেছি নদী শুধু দেখি নাই ঢেউ
সে দেখা মিছে দেখা বলে নাই কেউ।।
ফেরদৌস আহমেদ
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
18-09-2020
-
-