অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আসো মা - কৃষ্ণা চক্রবর্তী

রাত যত গভীর হয় চোখের ঘুমটা ততটাই পাতলা হয়ে আসে, আধখোলা চোখেও তোমার উপস্থিত অনুভব করি,

সেই মেয়েবেলাতে তুমি বলে ছিলে...
"একদিন আসবে তোরা আমাকে আপ্রাণ চাইবি, তখন আমি অনেক দূরে কোনো পরীর দেশে থাকব।"

জানোতো মা আজ আমার শেষ বেলায় রোদঢলা বিকেলে তোমাকে ভীষন চাই, ঘুমভাঙা রাতে আমার মাথায় তোমার হাত, তোমার গায়ের গন্ধ পাই,

ঝলমলে আলোতে দুঃখ ঢাকে মানুষ, পরিবারের বোঁচকা নিয়ে মহামায়ার আগমন, আমার উঠান সেজেছে সাদা শিউলিতে, বাতাসে আগমনীর সুর,

সং-সারের চেনা ভীরে বড়ো একলা লাগে মা, ভালো লাগা কোণে আজো তুমিই আমার শান্ত্বনার সাথী, মা-টির গন্ধে আটকে এখনো ঘুম পাড়ানো গান,

 কাশফুলের দিকে তাকিয়ে মনে হয় ছোট্ট অপু এখনো দাঁড়িয়ে তোমার অপেক্ষায়, আসো মা...

কৃষ্ণা চক্রবর্তী
জামশেদপুর, ঝাড়খণ্ড
ভারত