অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
হারিয়ে যাচ্ছে - ওয়াসিম সেখ

হারিয়ে যাচ্ছে স্বকীয়তার আঁচল ছিঁড়ে, 
ব্যথা দিয়ে যাচ্ছে অবিরত মনের পিঞ্জরে-
দিকে দিকে সময়ের চলনে হারিয়ে যাচ্ছে সব কিছুই, 
ধরে রাখার অদম্য ইচ্ছে তবুও হারিয়ে যাচ্ছে অনাবিল।

যেমন করে মুখের গোগ্রাসে খাবার চর্বনে বিলীন হয়ে যায়, 
তেমনি ক্ষুধার্ত শিশুর অনাহারে অক্লান্ত ক্রন্দন নিমেষেই হারিয়ে যাই।
মনের গহনে কত-শত স্বপ্ন বাস্তবের করাল গ্রাসে নিছকই ভ্রম,  
হারিয়ে যাচ্ছে নিজের কামনা বাসনার অতৃপ্ততার চাহন।

হারিয়ে যাচ্ছে নিভৃত আত্মীকতার বন্ধন, ছিন্নতার স্বরূপে ধারণ করছে অহংবোধ, 
যেখানে মায়াবী বন্ধনের লেলীহান শিখা দহন জ্বলে-
হারিয়ে যাচ্ছে পূর্ব-পুরুষের সংস্কৃতির আচার-  
যেখানে মেলামেশার অবাধ ন্যায় পরায়ণতা, 

দিকপালের মতো ধুয়ে যাচ্ছে শ্রদ্ধা নিবেদনের নিপুনতা, 
প্রকৃতির মায়াবী রূপ হিংস্রতার বাণী বহণ করছে মনুষ্যত্বের দাহদাহে, 
হারিয়ে যাচ্ছে পাখিদের কলতান সন্ধ্যা লগ্নে
তারা রাও চলে যাচ্ছে অন্যতার নিধানে-

হারিয়ে যাচ্ছে সজীবতার রোষে মানবিকতার পরিচয়, 
সামনে পরাজয় তবুও নীরব চাই পরাধীনতার দায়-
হারিয়ে যাচ্ছে নীতির খন্ডনে ভালোবাসার রেশ।
জীবনের মানব বন্ধন আজ রসাতলে নিবেশ!

ওয়াসিম সেখ
কলকাতা, পশ্চিমবঙ্গ