অটোয়া, মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৫
আজো শিশু জাগে - ইলা সূত্রধর

য়স তো একটা সংখ্যা মাত্র
কিসে বেঁধে রাখি কোথায় পাত্র 
একথা শুনেই আরশি হেসেছে
কপালের ভাঁজে তিলক ভেসেছে

আড়াই কুড়ি বছর পেরিয়ে 
পরিনতি আসে নিজেকে এড়িয়ে 
কিন্তু জীবন ফিরে ফিরে  চায়
শৈশবের কথা শুধু হাতড়ায়

যত বড় হই তত হইচই 
কৈশোর স্মৃতি স্কুল খাতাবই 
যৌবন টানে কত ছলেবলে
সময় ভেসেছে অতলের জলে

আমার ভিতরে আজো শিশু জাগে 
ছেলেবেলা তবু ছোটে আগে ভাগে
বুঝতে পারিনি সেদিনের কথা
তাই বুকে বাজে সেই কাতরতা

ইলা সূত্রধর
বালুরঘাট
দক্ষিণ দিনাজপুর
পশ্চিমবঙ্গ, ভারত