স্তব্ধ বাতাস আকাশ কালোমেঘ জমেছে তায়কালো ধোঁয়ায় ভরছে বাতাসগভীর নিরবতায়।পাখিরা আজ আপন মনেভাসছে না আর আকাশপানেমনের সুখে গান ভুলেছেভরছে না মন কুহুতানে।পুড়ছে প্রাণী দাবানলেকরছে হা হা কারকে বাঁচাবে কে বাঁচবেচলছে ব্যভিচার।দূষণ বিষ এ তরুরাজিহারিয়ে ওদের সতেজতা আজিলড়ছে ওরা বাঁচার লড়াইরেখে জীবন বাজি।ব্যাস্ত যুগের সভ্য মানুষকুছ পরোয়া নেইবনানী কেটে গড়ছে নগরদূষণের ভয় করছে টা কই?যেই না শুরু প্রকৃতির প্রতিশোধের পালাদেওয়ালে পিঠ ঠেকলো পরেশুরু হল জ্বালা।পৃথিবী আজ রণক্ষেত্রআমরা পাণ্ডব সেনামরণ পণে লড়তে হবেচুকিয়ে মায়ের দেনা।পঞ্চানন শিটপূর্ব মেদিনীপুরপশ্চিমবঙ্গ
Ashram Bengali Magazine, Ottawa