অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
এ কেমন সময় - পঞ্চানন শিট

স্তব্ধ বাতাস আকাশ কালো
মেঘ জমেছে তায়
কালো ধোঁয়ায় ভরছে বাতাস
গভীর নিরবতায়।

পাখিরা আজ আপন মনে
ভাসছে না আর আকাশপানে
মনের সুখে গান ভুলেছে
ভরছে না মন কুহুতানে।

পুড়ছে প্রাণী দাবানলে
করছে হা হা কার
কে বাঁচাবে কে বাঁচবে
চলছে ব্যভিচার।

দূষণ বিষ এ তরুরাজি
হারিয়ে ওদের সতেজতা আজি
লড়ছে ওরা বাঁচার লড়াই
রেখে জীবন বাজি।

ব্যাস্ত যুগের সভ্য মানুষ
কুছ পরোয়া নেই
বনানী কেটে গড়ছে নগর
দূষণের ভয় করছে টা কই?

যেই না শুরু প্রকৃতির 
প্রতিশোধের পালা
দেওয়ালে পিঠ ঠেকলো পরে
শুরু হল জ্বালা।

পৃথিবী আজ রণক্ষেত্র
আমরা পাণ্ডব সেনা
মরণ পণে লড়তে হবে
চুকিয়ে মায়ের দেনা।

পঞ্চানন শিট
পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ