বিড়ালছানার ল্যাজ - পার্থ সারথী চৌধুরী
আমার মেয়ে এক বিড়ালছানা পোষেছে
ছানাটি তার বড় আদরের।
ল্যাজ ফুলিয়ে ছানাটি লাফালাফি করে
কখনোবা ঘাপটি মেরে বসে সন্তর্পণে পা ফেলে
যেন শিকার ধরার জন্যে এগুচ্ছে।
মাঝেমাঝে ল্যাজ নিয়ে খেলা করে ছানাটি
ল্যাজ ধরে চক্রাকারে ঘুরে
ছাড়ে আবার ধরে ছাড়ে ধরে আবার ছাড়ে
ছানাটি ল্যাজ ধরে ধরার আনন্দে ঘুরে
কৌতুকে ঘুরে ল্যাজ ধরার জন্য ঘুরে।
মেয়ে আমার বিস্ফারিত চোখে চেয়ে থাকে
মিটমিট করে আপন মনে হাসে।
মেয়ে কি বুঝে এই পৃথিবী চন্দ্র সূর্য নক্ষত্র
অক্ষে ঘুরছে কক্ষে ঘুরছে আবর্তে ঘুরছে?
আমার মেয়ে কি জানে মানুষ ঘুরছে?
সুখের জন্য ঘুরছে, সুখের আশায় এবং অন্বেষণে ঘুরছে
সুখের আতিশয্যে ঘুরছে
সুখ ছেড়ে দিচ্ছে ফের্ সুখের পিছন ছুটছে
মনের আনন্দে ঘুরছে মনের বেদনায় ঘুরছে।
মানুষ
মোহ এবং দ্রোহে ঘুরছে।
পার্থ সারথী চৌধুরী
সিলেট, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
27-09-2020
-
-