পাভেল আমান’র দু’টি কবিতা
গড়পড়তা
আজকাল বহুল প্রচলিত একটা কথা
একটু ম্যানেজ, এডজাস্ট করে চলা,
প্রবাদে আছে সেই আপ্তবাক্য-
শুনতে-শুনতে সোনার গাঁ।
গতানুগতিক পথের পরিক্রমণে
আরাম-আয়েশের নিশ্চিত হাতছানি,
বৃষ্টিধারার মত অবিরাম ঝরে যাচ্ছে
নৈতিকতার সহজপাঠ-
আপামর মননে গজিয়ে উঠছে
নিঃশব্দে ভোগবাদী চারাগাছ।
যার বিস্তৃত ডালপালায়
শুধুই আত্ম কেন্দ্রিকতা-
এভাবেই পরিবর্তনশীলতায়
প্রবাহমান জন গণ মন
হয়তোবা কালের প্রহর গুনে গুনে
হাপিত্যেশে আবারো স্বপ্ন,
সেই সুন্দর মনুষ্যত্বের আগমন
সবাই গড়পড়তা ভাসবেনা
আত্ম আপসের নিরাপদ ডেরায়।
কালের রব
দৈন্যতা আজ নেমে এসেছে
মনের কোণে জুড়ে বসেছে।
নানা রঙের জীবন নদে
বিরুদ্ধ জোয়ার প্রতিপদে।
প্রাণ চঞ্চল এই বসুন্ধরায়
জীবকুল সহসা ছন্নছাড়ায়।
বেঁচে থাকার স্বপ্ন বুনন
হয়েছে যেন মনের হনন।
আধার ঘন বাঁধার জাল
নিমেষে চূর্ণ মানব হাল।
শঙ্কার মেঘ ক্রমশ দৃশ্যমান
সভ্যতা আজ সঙ্কটে ভাসমান।
মানব মনের চেতন দ্বারে
বিষাদ ভাবনা ধাক্কা মারে।
শুনতে থাকো কালের রব
পৃথিবী ব্যাপী মানব সব।
পাভেল আমান
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
29-09-2020
-
-