কমল কুজুর এর দু’টি কবিতা
জীবনের গল্প
স্মৃতি আঁকড়ে পড়ে থাকা দুটি চোখ
মাঝে মাঝে রাত জেগে আকাশের দিকে তাকাই,
গাঢ় আঁধারে একটি একটি করে
জানালার শিক গুনি।
হয়তো কোন বিরহী সুর সেই ক্ষণে
সমুদ্রের ঢেউয়ের মতো পড়ে আছড়ে,
করে চূর্ণ অনেক সাধ করে বানানো আমার
মেকি সাফল্যের কাঁচের ঘর।
দূরে মিটমিট করে জ্বলা জোনাকির দল
আলো দিয়ে নগর রাঙায়, হৃদয়ের জমাট বাঁধা
কষ্টগুলোকে করে তোলে আরো জীবন্ত
আর আমি ডুবি হতাশায়।
অসহ্য যন্ত্রণায় বুকের ভেতর নোনা জলে
সাগর বানিয়ে কাটি সাঁতার যখন তখন,
নইলে তো সব ফেলে খড়কুটোর মতোই
ভেসে ভেসে যাওয়া - নিরুদ্দেশ জীবন।
সারাটি জীবনের হিসাব নিকাশ মেলাতে গিয়ে
শেষ বেলায় অংকটি ভুল হয়ে যায়,
তবু ভুল কলমে ভালোবাসার ছোঁয়া নিয়েই
সময়ের দিনপঞ্জি করি পূরণ।
জোৎস্না বেলায়
তোমার আমার স্বপ্নগুলো
তবু থাক বেঁচে
কোনমতে ,
যতদিন বুকের মাঝে
ধুকপুক করে জোনাকি পোকা
মিটিমিটি
জ্বলতে থাকে।
শরতের এই নীল আকাশ
যতই থাক
কালো মেঘে ঢেকে,
সুখের পায়রা সমুদ্র সেচে
জেনো একদিন
উঠবে হেসে
ভোর বেলাতে।
সেদিন রংধনুর রঙে
রাঙব দু'জন
এক সাঁঝেতে,
বাউল মন ফিরবে ঘরে
তারার আলোয়
কবিতা হয়ে
উঠবে মেতে।
কমল কুজুর
কবি ও বাচিক শিল্পী
দিনাজপুর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
30-09-2020
-
-