অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
হারিয়ে যাওয়া সেই তোমারে - শাহ্‌ বাহাউদ্দীন শিশির

 

ক্ষ শত মানুষের ভীড়ে; কখন, কোথায় আর কিভাবে,

হারিয়েছি তোমায় তা আমার জানা নেই আজ।
কত সহস্র মাইল যে পাড়ি দিয়েছি খুঁজে তোমায়,
তা বলার বা মাপার কোন সূত্রতো আমার জানা নেই আজ। 

কতনা সুরে গান লিখেছি, কোন্‌ না লয়ে নেচেছি,
শুধুমাত্র একবার দেখা মেলার আশায়।
কতবার ভেবেছি, কারই কিবা যেতো বয়ে,
যদি শুধু একটিবার দেখতাম তারে।

কল্পনায় কত রঙিন ঘুড়ি উড়িয়েছি দু’জনে,
ভাবনায় কত হাজার ক্রোশ পথ চলেছি সাথী হয়ে।
রঙের খেলায় আর আশার মেলায়,
কতনা উড়েছে প্রজাপতি স্বপ্ন কাননে।

কতনা ভালবাসায়, কতনা আদরে, মৃদু-মন্দ হাওয়ায় মেলেছিলেম-
যে সাত রাঙা ডানা, ঝড়ের তাণ্ডবে তা গেছে ভেঙ্গে।
কতনা আশায় গল্প লিখেছি, কতনা ভালবাসায় এঁকেছি ছবি রাতভোরে,
সবই কি আজ মিছে আর ফিকে-শুধুই কি গভীর রাতে স্বপ্নভাঙার কান্না।

কতনা আশায় থেকেছি, কতনা ভাষায় ডেকেছি-
হারিয়ে যাওয়া সেই তোমারে।।

সেপ্টেম্বর ১১, ২০১৭
অটোয়া, কানাডা

লেখকের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন
কবিতাঃ কার কথা বলো – শাহ্‌ বাহাউদ্দীন শিশির