অন্তরালে - ফরিদ তালুকদার
যদি চাও হারিয়ে যেতে পারি যেকোনো ভাবেই
যেকোনো ভাবেই টেনে দিতে পারি সমাপ্তি রেখা
নভোমণ্ডলের কোন নীহারিকা তো নই
গ্রহ উপগ্রহ কিছুই তো না…
যে অস্তিত্ব ধুলাকেও করে জোড় হাতে প্রণাম
হারিয়ে যেতে তার তো লাগে না কোন আয়োজন
পৃথিবীর বাতাসে প্রতিদিন
তিন লক্ষ তেত্রিশটি বেওয়ারিশ লাশের গন্ধ ভাসে
আত্মার সৎকার? সে তো কোন প্রাগৈতিহাসিক গল্প এখন
ভালোবাসা নয়, শেষ পর্যন্ত স্বার্থই তো টেনে দেয়
আমাদের সব সম্পর্কের রেখা সীমারেখা
ছোট্ট এক দীর্ঘশ্বাসের মতো,
মহাকাল নিয়ে যাবে পুরনো গল্পের সব এপিটাফ
আমাদের ভুলগুলো কখনো ভুল নয়
যদি তা শোধ করে দিতে না হয় অধিক গুনে
এক শ্রাবণ ঝরা রাতের গ্রীলে চোখ পেতে, যদি ভাবো…
নিত্য পথ যাত্রী আগামী ঊষার বাতাস,
নিয়ে আসবে আগন্তুক কোন পাখি…
গেয়ে উঠবে জীবনের অন্য এক অন্তরা,
ঘুচিয়ে দেবে কাবেরীর জলে ভেসে চলা শত যুগের একাগ্র বিষণ্ণতা
তবে সেটুকুই এখনো বেঁচে থাক স্বপ্ন বিদ্ধ তোমার ভ্রুর যুগলে
খাঁটি ক্রিষ্টালের ফুলদানীও তো কখনো…
ধরে রাখতে পারে না মৃত ফুলের সুরভি…!
কিশোরীর লাল ফিতার স্বপ্নকে খুন করে
দিনে দিনে মহীয়ান হয়ে ওঠে এই সভ্যতা…!
এক হৃদয় স্বপ্ন সাগরে ডুবে গিয়েও
আমাদের ভালোবাসা গুলো কখনো পায় না তাদের শুদ্ধতার স্নান
জীবনের কোন পরাজয়ই তো আর নিরঙ্কুশ নয়
সময়ও পাথরের বুকে লিখে রেখে যায় তার ক্ষয়…
অনেকটাই জেনে গেছি জনঅরণ্যের এই ভাষা,
অবোধ্য নয় আর, মেঘ ঢাকা দিগন্তের বলিরেখায়…
আরেকটি দিনের নিশ্চিহ্নতার গল্প কথা
যেভাবেই চাও…
তাই দ্বিধা নেই কোন, আঁধারের ছায়া হয়ে যেতে
এখনো তো জানি…
মৃত্যুই শুধু নয় বিলীনতার একমাত্র পথ…!
ফরিদ তালুকদার
টরোন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
01-10-2020
-
-