আমার যাবার বেলায় - মোহাম্মদ ইলইয়াছ
আমার বাগানে ফুটেছে বর্ষার ফুলদল
দিবস-রজনী সাজিয়েছি প্রকৃতির সদন
দেবদারুর উঁচু মাথায় বিজয় নিশেন
দীর্ঘদিনের পরে আলোকিত এই ভুবন।
আমার আকাশে উড়ছে দিগন্তের পাখিরা
রাতের আপেক্ষায় কোটি কোটি নক্ষত্ররাজি
পুলক-আনন্দে ছুটছে মুক্ত প্রান্থ হাওয়ারা
দোল লেগেছে জীর্ণ পাতায় পাতায়।
আমার হৃদয়ে রবীন্দ্রনাথের প্রেমগীতি
ক্লান্তহীন প্রাণের বীনায় বাসন্তী সুর-লয়
কাঙাল নয়নে উচ্ছ্বাসের অচেনা ঢেউ
বাঁধভাঙা নদীর জোয়ারে গোপন ইশারা।
' আমার যাবার বেলায়' অপূর্ব আয়োজন
কেবল তোমাকে ডাকে, আলোক বিভা
আমিও আনন্দ-উৎসবে শরণ হই বার বার
অথচ তোমার নেই স্বপ্নলোকের দর্শন।
মোহাম্মদ ইলইয়াছ
কোম্পানীগঞ্জ,
নোয়াখালী, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
01-10-2020
-
-