অস্ফুট পাঁচটি আঙুল - নাদিম সিদ্দিকী
এখানে এই নিসর্গের বুক জুড়ে
আমারো তো ছিলো কিছু অব্যক্ত কথা
কিছু নীরব কান্নার তোপধ্বনি, ভালোবাসা।
বরষার শেষে আশ্বিনের কাশফুলে লুকনো প্রেম
মাতাল কিশোরীর অস্ফুট পাঁচটি আঙুল ধুসর চোখ
দখিনের জানালায় উৎকন্ঠার নীল অবয়ব আর্দ্র রজনী।
এক যুদ্ধের শেষে ধুসর পাণ্ডুলিপি খুড়ে
আমি তো তোমাকেই খুঁজেছি মেঘ বালিকা।
স্মৃতির আরশি খুলে উড়ে যায় একগুচ্ছ শুভ্র মেঘ
ফাগুনের পূর্ণিমা আর চৈত্রের কাঠফাটা রোদ্দুর।
তুমি তো সুখেই আছো
নদীর জলের মতো বহমান প্রেমে
আমি উবু হয়ে বসে থাকি জৈষ্ঠের খাঁ খাঁ রোদে
মাঘের শীতে
আমায় ছুঁয়ে যায় কার্তিকের সাদা শিশিরের হাত।
এই নিসর্গের বুক জুড়ে আমারো তো ছিলো
বিনষ্ট ফসলের মাঠে লালিত বেদন
ক্লান্তিহীন প্রতীক্ষার নির্বোধ অমরাবতী
গাঁয়ের ভূমিহীন কৃষকের গান
তুমিহীন তোমার স্মৃতি।
ছিলো, একদিন সব ছিলো
আজ আছে কেবল অস্ফুট পাঁচটি আঙুল।
নাদিম সিদ্দিকী
নেত্রকোনা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
03-10-2020
-
-