সুপার সোনিক স্পীড - রঞ্জনা রায়
সুপার সোনিক তীব্রতায় ছুটছে ফাইটার প্লেন।
ট্রাপিজ বারে এক্কা-দোক্কা, জীবনের লাভ-ক্ষতি।
অনেক স্বপ্ন সাজানো ল্যাগেজ ট্রলি
মৃত তারার আলোয় গন্তব্যহীন।
মন খারাপের নীলখামে ঝড়ের আমন্ত্রণ
টেবিল ক্লথের হলুদ কোণে জমছে বাস্পকথা
ল্যাগেজ ব্যাগের স্বপ্নগুলোর পাথর জন্ম
বরফ হয়ে গুঁড়িয়ে যাচ্ছে বর্ষা রাতে।
ক্লান্তির খেলাঘরে তুমি আমি পুতুল সাজাই
সুপার সোনিক তীব্রতায় মর্টার আছড়ে পড়ে
সিরিয়ার সর্বহারা শিশুদের আশ্রয় শিবিরে।
ব্যক্তিগত স্বপ্নেরা এখন ল্যাগেজ ব্যাগেই কবর খুঁড়ুক।
রঞ্জনা রায়
কলকাতা, পশ্চিমবঙ্গ
ভারতবর্ষ
-
ছড়া ও কবিতা
-
03-10-2020
-
-