অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
গৌরিকা স্রংসিনী - এম.এ.ওয়াজেদ

ল্লভা!
পড়ে গেছে ললন্তিকা গলে থেকে 
এক আচমকা সর্বনাশিনী ঝড়ে 
জরীর মোহনীয়তা জড়ানো কেশদাম থেকে 
মুছে গেছে পরিচয়ের ব্যথাহতা মেহেদীর রঙ 
কাঞ্চনপ্রভ ঐ চুড়িগুলোর সুর ব্যথায় নীল 
যন্ত্রণার আর্তনাদে খুলে গেছে তাহা; 
অতি সুখ স্বপ্নচারিনীর বিমর্ষ ব্যাকুলতা 
শ্বেতবাস গায়ে উপহাস করে৷

তোমার ভাগ্য প্রসূতির জীয়নকাঠির ধারকেরা 
হতাশার সায়ক ব্যথায় ম্রিয়মাণ সকলে 
নৈশব্দ কোলাহলে কানাকানি করে নিন্দুকেরা ;
কেন বিদ্রোহিনী সেজে বললেনা 
"আমার মতামতটুকু শুনবে কী?"
চিরন্তন দুর্বলতা তোমার অস্তিত্বে 
যুগে যুগে বঞ্চিতা - লাঞ্ছিতার কলঙ্ক টিকা
এঁকে দিয়ে গেছে তোমাদের কপালে
ক্রন্দনরতা মানসীর হৃদয়ে 
বিশ্বাসঘাতক নরপিশাচ কীটেরা৷
গৌরিকা স্রংসিনী!
হতেও যদি হয় হন্তকা 
অন্ততঃ একবার সচেতন হও 
শুধু নিজের অধিকারটুকু আদায়ের জন্য৷

এম.এ.ওয়াজেদ 
আমানা গ্রীন সিটি, 
নওগাঁ সদর, নওগাঁ