সেই দিনগুলো - মোঃ শহিদুল ইসলাম
কলেজের মধুমাখা দিনগুলো আসবে না কখনো ফিরে
সেই কথা, সেই প্রেম, কখনো যায় না মূর্ছা
হৃদয়ে খোঁচা মারে বারংবার-
তরুণীর খোঁপায় গোলাপের সুগন্ধি গুচ্ছ
ভালো লাগে যৌবনের বসন্ত অপরাহ্নে;
কলেজের ক্যাম্পাসে বন্ধু আড্ডা জমে উঠে
আগামী দিনের সম্ভাবনাময় স্বপ্নের জীবন চলার পথে;
সব বিষয়ে আলোচনা হতো কলেজের করিডোরে।
মনে রঙ ধরে যৌবন জোয়ারে, অথৈ পাথারে
ভেসে চলে পাল তোলা সারি সারি নৌকো
যৌবনের কিনারে ভীড় করে অসংখ্য স্মৃতি,
মনে পড়ে যৌবনের রঙিন রোদেলা মুহূর্তে
কখনো হারিয়ে যাই কলেজের অবসরে
বন্ধু-বান্ধবীদের সাথে তাল সারি'র মেঠো পথে;
কত যে আনন্দ ঘন মুহূর্ত কেটেছে জীবনে
যৌবনের ফ্রেমে আটকা পড়ে অতীতের সময়।
অতীতের জীবন ক্ষণে কত স্মৃতির বিকেল
মধুমাখা চৈত্রের উলঙ্গ ময়দানে;
হাসি-ঠ্রাটা, অবসরে কেটেছে যৌবন সময়
ঘু-ঘু ডাঙার নিভৃত পল্লির মেঠো পথে;
সেইদিনগুলোর সমস্ত স্মৃতি ভেসে উঠে
হৃদয়ের পদ্ম কমল প্রস্ফুটিত প্রেমানন্দে-
অতীতের রোমান্টিক গল্প কথা যৌবনে গাঁথা।
মোঃ শহিদুল ইসলাম। নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
10-10-2020
-
-