ভালোবাসি, প্রিয়তমা - শেখ মোহাম্মদ হাসানূর কবীর
সন্ধ্যার আঁধার ঘনিয়ে আসবে যখন
জ্বলবেনা নগর-বাতি
থেমে যাবে মোটরগাড়ি রিক্সা কিংবা অভিজাত বাহন
বুড়িগঙ্গার বুকে মত্ত হাতির মতন ছুটে চলা লঞ্চ
থাকবে না সিটি ধ্বনি কুলি হাকাহাকি,
সেদিন ডিঙি নৌকোয় মুখোমুখি বসে
তোমাকে বলবো- ভালোবাসি।
ব্যস্ত এই শহরে
সকাল থেকে রাত অবধি কাজ শেষে
ঘরে ফিরে ক্লান্ত দেহে বোজে আসে চোখ,
মধ্যরাতে ঘুম ভাঙলে
তোমাকে দারুণ অপরিচিত ঠ্যাকে;
মনে হয় ফুটপাতে পাশাপাশি শুয়ে আছি
দু’টি পাথুরে মানুষ।
প্রিয়তমা, তোমাকে খুউব বলতে ইচ্ছে করে- ভালোবাসি,
কিন্তু আধুনিক এই নগর সভ্যতা
কেড়ে নিয়েছে হৃদয় গহীনের ঔদ্ধত্য স্বপ্নগুলো।
আমি এ জনারণ্যে বুকভরে শ্বাস নিতে পারিনা
ভালোবাসি কথাটি বলতে গেলে দম বন্ধ হয়ে আসে।
তাই তো অপেক্ষায় আছি-
একদিন হয়তো সবাই কর্মযজ্ঞ শেষে চলে যাবে দূরে
থেমে যাবে ব্যস্ততা কোলাহল,
কেবল তুমি আমি রয়ে যাব চিরচেনা পুরনো এই শহরে;
বুড়িগঙ্গার তীরে কোনো এক গোধুলি অপরাহ্ণে
মুমূর্ষের শেষ ইচ্ছার মতন খুব কাছ থেকে তোমাকে বলবো-
ভালোবাসি, প্রিয়তমা।
শেখ মোহাম্মদ হাসানূর কবীর
সাভার, ঢাকা
-
ছড়া ও কবিতা
-
12-10-2020
-
-